এই মুহূর্তে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। আর দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্যই এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে শ্রীলঙ্কা জানিয়ে দিল তাদের দেশে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হাল ছেড়ে দেওয়ায় এবারের এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহি, ভারত বা অন্য কোনও দেশে।
এসিসি-র তরফে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওঁদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওঁরা আয়োজন করতে পারবেন না।’
শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হলে কোথায় আয়োজিত হবে এই প্রতিযোগিতা? এই বিষয়ে এসিসির এক কর্তা জানিয়েছেন, “শ্রীলঙ্কায় এশিয়া কাপ হচ্ছে না সেটা একপ্রকার নিশ্চিত। এখন শ্রীলংকা বোর্ড আমিরশাহি বোর্ডের সঙ্গে কথা বলবে। আমিরশাহি বোর্ড যদি শ্রীলঙ্কার কথায় রাজি হয় তাহলে সেখানে হতে পারে এশিয়া কাপ। আর সেটা যদি না হয় তাহলে ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ গুলির মধ্যে কোথাও একটা হতে পারে এবারের এশিয়া কাপ।” যদিও ভারতের তরফে এখনও এই বিষয়ে কিছু বলা হয় নি।