Koushik Dutta

রাজ্যের নজরে ফোন কল লিস্ট, করোনা আক্রান্তদের সঙ্গে সংস্পর্শ কি না তা জানার জন্য এই নজরদারি

শুধুমাত্র উত্তর প্রদেশ বা কেরলই নয়, দেশের অন্তত ৮ রাজ্যে নজরদারি চালানো হচ্ছে ফোনের কল লিস্টে। যার পোশাকি নাম সিডিআর বা Call Detail Records. এই দুই রাজ্য ছাড়া অন্তত আরও ৬টি রাজ্য এই পদ্ধতি মেনে চলছে বলে মনে করা হচ্ছে। বাংলার ক্ষেত্রে এর অবস্থান এখনও স্পষ্ট নয়। করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ হয়েছে কি না, তা দেখার জন্যই এই ব্যবস্থা।