বিনোদন,গায়ক,মৃত্যু,আতিফ আহমেদ নিলয়,Entertainment,Singer,Death,Atif Ahmed Niloy

আত্মঘাতী জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ, সংগীত মহলে শোকের ছায়া

বিগত কয়েকদিন ধরে একটার পর একটা আত্মহত্যার ঘটনায় তোলপাড় টলিউড। গত কয়েক সপ্তাহ ধরে পরপর তিনজন অভিনেত্রীর আত্মহত্যার চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে এসেছে। তবে এবার ফের খারাপ খবর এসেছে ওপার বাংলা থেকে। এবার আত্মহত্যা করেছেন বাংলাদেশের তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়(Atif Ahmed Niloy)।

এই সপ্তাহেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ করে এরকম মারাত্মক সিদ্ধান্ত নিলেন কেন এই গায়ক? প্রয়াত গায়কের বন্ধু তথা অপর কন্ঠশিল্পী তাসনিম মীম এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি সেদেশের সংবাদমাধ্যমকে বলেছেন যে কয়েকমাস ধরেই ডিপ্রেশনে ভুগছিল ওই গায়ক। তার উপর কিছু মাস আগেই তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

এরপর থেকে ফেসবুকে নানা ধরণের হতাশাজনিত পোস্ট দিতেন ওই গায়ক। তার উপর দাম্পত্য জীবনেও একেবারেই সুখী ছিলেন না নিলয়। এমনটাই জানিয়েছেন, গায়কের ঘনিষ্টমহল। শুধু বাবাকে হারানোর বেদনা নয়, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক না থাকার জন্য নিলয় ডিপ্রেশনে ভুগতেন বলে জানিয়েছেন তার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বন্ধু।

গত ২১ মে ফেসবুকে একটি পোস্ট করেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘আল্লাহ আমার উপর হেদায়েত দান করুন। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে।’ এই পোস্টের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আত্মঘাতী হয়েছেন গায়ক।

Avatar

Papiya Paul

X