সূর্য এখন অতীত! স্বয়ম্ভূর পাশে দীপা, টলিপাড়ার নতুন জুটিকে দেখে অবাক দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ টিআরপি(TRP) তালিকায় একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। প্রত্যেক সপ্তাহেই এই দুই সিরিয়ালের(Bangla Serial) মধ্যে জোর টক্কর চলে। কেউ নিজের জায়গা ছাড়তে একদম প্রস্তুত নয়। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন এই দুই সিরিয়াল হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)এবং জি বাংলার ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri)। টিআরপি লিস্টে অনুরাগের ছোঁয়া প্রথম তো জগদ্ধাত্রী দ্বিতীয়, আবার কখনো জগদ্ধাত্রী প্রথম জায়গা দখল করলে অনুরাগের ছোঁয়া দ্বিতীয় স্থান নেয়।

তবে এই দুই সিরিয়ালের মধ্যে তুমুল লড়াই চললেও বাস্তব জীবনে নায়ক-নায়িকাদের মধ্যে কিন্তু কোন লড়াই নেই বরং প্রত্যেকের মধ্যেই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর এবার সেরকমই একটি ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়াতে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য এবং দীপার চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত(Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষ(Swastika Ghosh)। এই জুটিকে পছন্দ করেন দর্শকেরা। এমনকি তাদেরকে বারংবার একসাথে দেখতে ভালোবাসেন সকলে।

জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক(Ankita Mallick) এবং স্বয়ম্ভুর চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ মুখার্জী(Soumyadeep Mukherjee)। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর জুটিটা মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে এবার এই জুটির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। স্বয়ম্ভুর পাশে জগদ্ধাত্রীকে নয় বরং দীপাকে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন তুমুল ভাইরাল। চলুন তাহলে পুরো বিষয়টা আপনাদেরকে খোলসা করে বলা যাক।

স্বস্তিকা এবং সৌম্যদীপকে যে ছবিতে দেখা গিয়েছে সেটি একটি পুজোর ফটোশুটের ছবি। ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন দুজনে। এমনকি ম্যাচিং পোশাকে দুজনকে দেখতে দুর্দান্ত লাগছে। সৌম্যদীপের পরনে রয়েছে সাদা রংয়ের কলকা কাটা পাঞ্জাবি ও পায়জামা আর অপরদিকে স্বস্তিকা পড়েছেন রংবেরঙের শাড়ি। মাথায় খোঁপাতে রয়েছে একগুচ্ছ লাল ফুল, কপালে বড় টিপ। আর দুজনের পোশাকের ডিজাইন একই রকমের।

তবে দুজন একসাথে দেখে অবাক হলেও এই নতুন জুটিকেও বেশ মনে ধরেছে দর্শকদের। দুজনের সৌন্দর্য মন জিতে নিয়েছে সকলের। অনেকেই আবার এই দুজনকে ভবিষ্যতে একসাথে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন।

 

Papiya Paul

X