নিউজশর্ট ডেস্কঃ দেশ তথা রাজ্যের গরিব মানুষদের খাবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে বিনামূল্যে রেশনের (Free Ration) ব্যবস্থা করা হয়েছে। প্রতিমাসে রেশন দোকানে গিয়ে নিজেদের কার্ড দেখিয়ে ফ্রীতেই চাল, গম থেকে কম দামে চিনি ও আরও কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে যায় রেশন কার্ড গ্রাহকেরা। অগাস্ট মাসে কোন কার্ডে কত কেজি চাল গম পাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক।
রেশনে যাতে কোনোভাবেই দুর্নীতি না হতে পারে তার জন্য জনসাধারণকে প্রতিমাসের শুরুতাই জানিয়ে দেওয়া হয় কোন কার্ডে কি কি পাওয়া যাবে। এতে করে একদিকে যেমন সকলে নিজেদের প্রাপ্য রেশন নিতে পারেন তেমনি কোনোরকম দুর্নীতি হওয়ার সম্ভাবনাও ঘুচে যায়। এমনকি যাদের ডিজিটাল রেশনকার্ড আছে তাদের মোবাইলেও মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয় এই তথ্য। এবার দেখে নিন আপনার কার্ডে এমাসে কি কি ফ্রি পাওয়া যাবে।
AAY কার্ডের রেশন সামগ্রী
AAY রেশন কার্ড থাকার মানে আপনি অন্ত্যোদয় অন্ন যোজনার অন্তর্গত। এই করেই সবচেয়ে বেশি ফ্রি চাল ও গম দেওয়া হয়। এমাসে AAY কার্ডের গ্রাহকের মাথাপিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম বিনামূল্যে পেয়ে যাবেন। একইসাথে ১ কেজি চিনি ন্যায্য দামে পাওয়া যাবে, যেটা রেশন দোকানের বোর্ডে লেখা থাকবে।
SPHH ও PHH রেশন কার্ডের রেশন সামগ্রী
বর্তমানে রাজ্যে এই দুই কার্ডের লোকের সংখ্যাই সবচেয়ে বেশি। যে সমস্ত উপভোক্তাদের SPHH বা PHH কার্ড রয়েছে তারা জনপ্রতি ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। যদি চাল না নিতে চান তাহলে ২কেজি চাল নিতে পারবেন।
আরও পড়ুনঃ টেলিকম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি, BSNL এ মোটা টাকা ঢাললো Tata
RKSY 1 ও RKSY 2 কার্ডের রেশন সামগ্রী
যাদের এই কার্ড আছে তাঁরা পরিবারের সদস্যপিছু ২ কেজে করে চাল দেওয়া হবে। এর আগে এই কার্ডেই মাথাপিছু ৫ কেজি করে চাল দেয়া হত। তবে এখন সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে। রাজ্যে এই কার্ড হোল্ডারদের সংখ্যা সবচেয়ে কম।