Arijit

আমেরিকার পর এবার চীনে শীতকালীন অলিম্পিক বয়কট করল অস্ট্রেলিয়াও, চাপে বেজিং

আগামী বছর অর্থাৎ 2022 সালের 4 ই ফেব্রুয়ারি থেকে 20 ই ফেব্রুয়ারি চীনের মাটিতে বসতে চলেছে শীতকালীন অলিম্পিকের আসর। চীনের রাজধানী বেজিং সহ আরও বেশ কয়েকটি প্রদেশে হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা গুলি। ইতিমধ্যেই চীনে শীতকালীন অলিম্পিক নিয়ে আয়োজন শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে চীনকে বড় ধাক্কা দিল আমেরিকা এবং অস্ট্রেলিয়া।

   

আমেরিকার হোয়াইট হাউস এর তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে চিনে অনুষ্ঠিত হতে চলা শীতকালীন অলিম্পিক তারা কূটনৈতিক ভাবে বয়কট করবে। আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, “তাদের কোন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করতে চাইলে সরকার তাকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে কিন্তু আমেরিকা কোন আধিকারিককে চিনে পাঠাবে না।”

এবার আমেরিকার দেখানো পথই অনুসরণ করলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ‘‘চীনের বিরুদ্ধে আমাদের যে অবস্থান রয়েছে সেখান থেকে একটুও সরছি না আমরা। দেশের স্বার্থ আমাদের কাছে সব থেকে আগে। তাই স্বাভাবিক ভাবেই বেজিংয়ে কোনও আধিকারিক যাবেন না। তবে চাইলে প্রতিযোগীরা যেতে পারেন।’’