Kolkata Metro

Kolkata Metro: আন্ডারওয়াটার মেট্রো অতীত, এবার আরো বিরাট চমক কলকাতা মেট্রোর, শুনলে বিশ্বাস হবে না

নিউজশর্ট ডেস্ক: কলকাতা মেট্রো(Kolkata Metro) পরিষেবায় এক যুগান্তকারী ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো। দেশের আর অন্য কোন জায়গায় এই পরিষেবা এখনো চালু হয়নি। গত মার্চ মাসে হাওড়া ময়দান থেকে এসপ্লেনড অব্দি এই পরিষেবা শুরু হয়েছে। বলাই বাহুল্য এই পরিষেবা সত্যিই প্রশংসনীয়।

তবে এখানে কিন্তু কলকাতা মেট্রো থেমে নেই। এবার কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। এবার নতুন এমন এক কাজ হয়েছে যা আগে হয়তো কেউ ভাবেনি। আপনি নিশ্চয়ই ভাবছেন কলকাতা মেট্রোতে আবার কি নতুন পরিষেবা আসতে চলেছে? চলুন তাহলে আপনাকে বিস্তারিতভাবে জানানো যাক।

বহুদিন আগেই জানা গিয়েছিল যে এবার কলকাতা মেট্রো ট্র্যাকে নামবে চালকবিহীন মেট্রো, তবে এবার সত্যিই এই অসাধ্যসাধন ঘটতে চলেছে। সোমবার থেকেই ট্র্যাকে নেমেছে চালকবিহীন মেট্রো। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন! তবে এই ঘটনাটি একেবারে সত্য। এই নতুন পরিষেবা শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে।

Kolkata Metro

আরও পড়ুন: Government Yojana: দেশের এই অঞ্চলের মানুষেরা ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন! কেন্দ্রীয় সরকার দিচ্ছে দারুণ সুযোগ

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে এই পরিষেবা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা রয়েছে। যার মাধ্যম দিয়ে কন্ট্রোল রুম থেকে মেট্রোর গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে অর্থাৎ এই রুট দিয়ে কোন চালক ছাড়াই যাত্রী বোঝাই মেট্রো যাতায়াত করতে পারবে।

Kolkata Metro

আর এই নতুন পরিষেবা শুরু হওয়ার ফলে যাত্রার সময়ও অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন পরিষেবার ফলে ২০ মিনিটের বদলে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ-এর মধ্যে দূরত্ব ১৭ মিনিট হবে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদার মধ্যে মেট্রো পরিষেবা দূরত্ব ২০ মিনিটের বদলে ১৮ মিনিট হবে।

Papiya Paul

X