Arijit

বিশ্বরেকর্ড করে প্যারালিম্পিকে সোনা জিতলেন ভারতের অবনী, শুভেচ্ছা জানালো অলিম্পিক কর্তৃপক্ষও

ইতিহাস সৃষ্টি করলেন ভারতের অবনী লেখারা। অবনী লেখারার হাত ধরে টোকিও প্যারালিম্পিকে প্রথম সোনা এল ভারতের ঝুলিতে। 10 মিটার এয়ার রাইফেল শুটিং সোনা জিতে সারা দেশবাসীকে গর্বিত করলেন অবনী। সেই সঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারা অলিম্পিকে সোনা জিতে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি।

   

অবনীর বয়স মাত্র 19 বছর। আর এই 19 বছর বয়সেই তিনি অলিম্পিকে সোনা জিতে সারা বিশ্বকে চমকে দিলেন। এটাই এবারের অলিম্পিকে ভারতের প্রথম সোনা জয়। ভারতকে শুভেচ্ছা জানিয়ে প্যারালিম্পিক কর্তৃপক্ষ টুইট করে লিখেছেন, ” সোনার দিন ভারতের। শুটিংয়ে প্রথম পদক, সেটাও আবার সোনা। অবনী বিশ্ব রেকর্ড গড়লেন।”

যোগ্যতা অর্জন পর্বে অবনী খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে থেকেই ফাইনালে উঠেছিল অবনী। তবে ফাইনালে ওঠার পরেই অবনীর রূপ পুরোপুরিভাবে পাল্টে যায়। দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জিতে নিলেন অবনী। ফাইনালে 249.6 স্কোর করেন তিনি। আর এই স্কোর করার সঙ্গে সঙ্গে ইউক্রেনের ইরিনার সঙ্গে যুগ্মভাবে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অবনী লেখারা। প্যারা অলিম্পিকে সোনা জয়ের পর অবনীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়।