Awas Yojana Survey will start from july by Government of West Bengal

Partha

অপেক্ষা শেষ, জুলাই থেকে জোর কদমে শুরু আবাস যোজনার কাজ! সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

নিউজশর্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে থেকেই আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তবে বিগত ৪ঠা জুন ব্যাপক হারে জয় লাভের পরেই আরও সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আগেই বলেছিলেন, ‘কেন্দ্র টাকা আটকে রেখেছে। প্রয়োজনে রাজ্য সরকার নিজের তহবিল থেকে ঘর তৈরির জন্য টাকা দেবে’। এবার সেই সংক্রান্ত বড় আপডেট সামনে এল।

   

আবাস যোজনায় প্রায় ১১ লক্ষ মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। যদিও বিগত কয়েকমাসে এই প্রকল্পে বাড়ির জন্য আবেদনকারীর সংখ্যা আরও বেড়ে গিয়েছে। জানা যাচ্ছে, আসন্ন জুলাই মাস থেকে সমীক্ষা শুরু করবে সরকার। রাজ্য প্রশাসনের কাছে যে সমস্ত আবেদন জমা পড়েছে তার মধ্যে যোগ্যদের চিহ্নিত করা হবে। তারপরেই আবাস যোজনায় বাড়ির তৈরির কাজ শুরু করা হবে।

এই প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানান, বহু মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিজেদের বাড়ি হারিয়েছেন। তাই তারাও অনেক আসা নিয়ে আবাস যোজনাতে আবেদন করেছে। এমনকি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনের মাধ্যমেও অনেকে আবেদন করেছেন। সেই সমস্ত আবেদন খুঁটিয়ে দেখা হবে, সেই কারণেই সমীক্ষা।

Government of West Bengal Banglar Awas Yojana

আরও পড়ুনঃ চার্জ কাটার ঝামেলা নেই, পাবেন ফ্রি ATM-লোন! প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের এই ৮ সুবিধা জানেন?

কোনো দরিদ্র ও বাস্তবেই আশ্রয়হীন মানুষ যাতে বঞ্চিত না থেকে যান সেই জন্যই সমীক্ষা করা হবে। তাছাড়া সমীক্ষার ফলে কোনো অসৎ ব্যক্তি যদি আবেদন করে থাকেন তাকে চিহ্নিত করে বাতিল করে দেওয়া যাবে। নবান্নের তরফ থেকে জানা যাচ্ছে এই কাজের জন্য ব্লক ভিডিও থেকে মহকুমা শাসকদের সবটা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

প্রসঙ্গত, এক নবান্ন আধিকারিকের কথায়, পূর্বে গিরিরাজ সিং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী থাকাকালীন আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের সাথে বনিবনা হয়নি। তবে নতুন সরকার গঠিত হলে সেই পরিস্থিতি বদলাবে এমনটাই আশা করা হয়েছিল।

কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর আলাদা করে দিয়েছেন। পঞ্চায়েতের দায়িত্বে আছেন শিবরাজ সিং চৌহান অন্যদিকে গ্রামোন্নয়ন দফতর গিয়েছে লল্লন সিংয়ের কাছে। তাঁরা কতটা সাহায্য করবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আবাস যোজনার কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।