Fixed Deposit

Papiya Paul

Fixed Deposit: FD-তে মোটা টাকা সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক! বিনিয়োগ করার আগে সবকিছু জেনে রাখুন

নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক মাস আগে থেকেই বেশ কিছু ব্যাংক ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) সুদের হার বাড়িয়েছিল। যেমন Axis Bank ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছিল। ৫ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে এই নতুন এফডি রেট চালু রয়েছে।

   

এই ব্যাংকের ওয়েবসাইট মারফত তথ্য থেকে জানা গিয়েছে, Axis Bank প্রত্যেক বছর ফিক্সড ডিপোজিটে ৩.৫০ থেকে ৭.২০ শতাংশ সুদ দিয়ে থাকে। এই সুদ ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য উপলব্ধ রয়েছে। এবার এই ব্যাংক ১৭ মাস থেকে ১৮ মাসের কম মেয়াদে ১০ বেসিস পয়েন্ট হার বাড়িয়েছে। অন্য ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রেখেছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

আর এবার নতুন বৃদ্ধির পর ১৭ মাস থেকে ১৮ মাসের কম সময়ের মধ্যে ম্যাচিওর আমানতে ৭.২০ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য অ্যাক্সিস ব্যাংকের সাম্প্রতিক ফিক্সড ডিপোজিট রেট প্রত্যেক বছর ৩.৫০-৭.৮৫ শতাংশ সুদ অফার করে। এটি মূলত ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের জন্য।

আরও পড়ুন: Jio: এসে গেল Jio-র ঝাক্কাস প্ল্যান! মাত্র ৩৯৯ টাকায় ৩টি সিম সমেত ফ্রি আনলিমিটেড কল

চলুন তাহলে Axis Bank-র FD রেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক-

৭ দিন থেকে ১৪ দিনের জন্য ৩ শতাংশ।

১৫ দিন থেকে ২৯ দিনের জন্য ৩ শতাংশ।

৩০ দিন থেকে ৪৫ দিনের জন্য ৩.৫০ শতাংশ।

৪৬ দিন থেকে ৬০ দিনের জন্য ৪.২৫ শতাংশ।

৬১ দিন থেকে ৩ মাসের জন্য ৪.৫০ শতাংশ।

৩ মাস ২৫ দিন থেকে ৪ মাসের জন্য ৪.৭৫ শতাংশ।

৫ মাস থেকে ৬ মাসের জন্য ৪.৭৫ শতাংশ।

৬ মাস থেকে ৭ মাসের জন্য ৫.৭৫ শতাংশ।

৭ মাস থেকে ৮ মাসের জন্য ৫.৭৫ শতাংশ।

৮ মাস থেকে ৯ মাসের জন্য ৫.৭৫ শতাংশ।

৯ মাস থেকে ১০ মাসের জন্য ৬.০০ শতাংশ।

১০ মাস থেকে ১১ মাসের জন্য ৬.০০ শতাংশ।

১১ মাস থেকে ১১ মাস ২৪ দিনের জন্য ৬.০০ শতাংশ।

১১ মাস ২৫ দিন থেকে ১ বছরের জন্য ৬.০০ শতাংশ।

১ বছর থেকে ১ বছর ৪ দিনের জন্য ৬.৭০ শতাংশ।

১ বছর ৫ দিন থেকে ১ বছর ১০ দিনের জন্য ৬.৭০ শতাংশ।

১ বছর ১১ দিন থেকে ১ বছর ২৪ দিনের জন্য ৬.৭০ শতাংশ।

১ বছর ২৫ দিন থেকে ১৩ মাসের জন্য ৬.৭০ শতাংশ।

১৮ মাসের থেকে ২ বছরের জন্য ৭.১০ শতাংশ।

২ বছর থেকে ৩০ মাসের জন্য ৭.১০ শতাংস।

৩০ মাসের থেকে ৩ বছরের জন্য ৭.১০ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছরের জন্য ৭.১০ শতাংশ।

৫ বছর থেকে ১০ বছরের জন্য ৭.০০ শতাংশ।