Arijit

ভারতকে হুঁশিয়ারি বাবর আজমের, ‘এখনই বলে দিতে পারি, আমরাই জিতবো’

সদ্য শেষ হয়েছে আইপিএল। আর তারপরই আপামর ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছে আগামী 24 শে অক্টোবর এর জন্য। কারণ আগামী 24 শে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ধুন্ধুমার ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচটিই এই দুই দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

   

তবে আর এই কটা দিন যেন কিছুতেই তর সইছে না পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের। ইতিমধ্যেই তিনি 24 শে অক্টোবর এর জন্য দিন গুনতে শুরু করেছেন। তবে তার আগে ফের একবার ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন বাবর আজম। তার মতে সেই দিনের ম্যাচ তারাই জিতবে। যেহেতু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে তাই জয়ের ব্যাপারেও তারা বেশ আশাবাদী।

তিনি বলেন গত কয়েক বছর ধরে আমিরসাহিকে আমরা হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছি। তাই ওখানকার পরিবেশ সম্বন্ধে আমাদের থেকে বেশি কেউ জানে না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি এখনই বলে দিতে পারি, সে দিনের ম্যাচ আমরাই জিতবো।