Papiya Paul

যা হওয়ার তাই হয়েছে, আগামী দিনে ধ্বংস হয়ে যাবে, বিজেপিকে কটাক্ষ বাবুলের

বিজেপিতে প্রবেশ করে সকলকে চমকে দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। কিন্তু অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারানোর পর আরো একবার বিজেপিকে ধাক্কা দিয়ে গেরুয়া শিবিরের প্রবেশ করেছিলেন তিনি। তারপর থেকেই একের পর এক সুযোগ খুঁজে যান পদ্ম শিবিরকে আক্রমণ করার জন্য। উপনির্বাচনের ফলাফল ঘোষণা করার পরেও তার ব্যতিক্রম হল না।

   

সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে বাবুল সুপ্রিয় বলেন,”বিজেপির জন্য যে কর্মীরা নিজেদের প্রাণ নিয়োজিত করেছিলেন, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁদের হেনস্থা করা হয়েছে। এই দল কখনই মানুষের জন্য ভালো কাজ করতে পারে না। দুঃখের বিষয়, বিজেপির অনেক প্রবীণ নেতারা এখন ওই দলের বিরোধী হয়ে গেছেন”।

পাশাপাশি তৃণমূলকে অভিনন্দন জানিয়ে বাবুল সুপ্রিয় বলেন,” উপনির্বাচনের দরুন যে সফলতা অর্জন করেছেন মুখ্যমন্ত্রী, তার জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজেপি উচিত শিক্ষা পেয়েছে। ২০১৪ সালে এই বিজেপির আরো অবনতি আমরা দেখতে পাব”।

প্রসঙ্গত, উপনির্বাচনে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৬৩,৮৯২ টি ভোটে জয়ী হয়েছেন। তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন ৯৩,৮৩২ টি ভোটে। গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল জয়ী হয়েছেন ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটে। দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জয়ী হয়েছেন ১ লক্ষ ৬৪ হাজারে।