২০২১-র অন্যতম ভাইরাল টপিক হলেন ‘ভুবন বাদ্যকর’ ও তার গান ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’। এই একটি গান গেয়েই রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে গিয়েছেন এই ব্যক্তি। এখন ভুবন নামে তাকে আর কেউ চেনেনা সকলেই ‘বাদাম কাকু’ ডাকতে পছন্দ করেছেন। বাদাম কাকু ও তার ভাইরাল গানের সুরে মজেছে আসমুদ্রহিমাচল।
আসলে পেশায় তিনি একজন বাদাম বিক্রেতা। নিজের বিক্রি বাড়ানোর জন্য এরকম ভাবে নতুনত্ব গান বেঁধেছিলেন তিনি। নিজের লেখা, সুর দেওয়া এবং নিজের গলার গান শুনিয়ে বাদাম বিক্রি করতেন তিনি। এরকমভাবে হঠাৎ করে একদিন তার সেই গানের ভিডিও ভাইরাল হয়ে গেল নেটদুনিয়াতে। এর পরেই তার গান নিয়ে শুরু হয়ে গেল ইউটিউবে ভিডিও, রিল ভিডিও এবং রিমিক্স গান বানানো।
ভুবন বাবু অভিযোগ করেছিলেন, এই গান ভাইরাল হওয়ার পর কেউ আর তার কাছে বাদাম কিনতে আসছে না। সকলে তার গান দিয়ে রিমিক্স বানিয়ে নিজেরা টাকা কামাচ্ছেন অথচ তিনি একটি পয়সা পাননি। এরপরে পুলিশের অভিযোগের পর কিছুটা হলেও শান্তি মিলেছে ভুবন বাবর। তৃণমূল সাংসদ মদন মিত্রের পুরসভার ভোট প্রচারেও দেখা গিয়েছিল ভুবন বাবুকে। এবার একেবারে অন্যরকম লুকে সকলের সামনে এলেন বাদাম কাকু। একজন ইউটিউবার এর সঙ্গে নাচতে, গাইতে দেখা গেলো ভুবন বাবুকে।
এক যুবতীর সঙ্গে নাকি-গান করছেন তিনি। সানগ্লাস, কপালে তিলক, ধুতি পাঞ্জাবি পরে রিমিক্স মিউজিকে কোমর দোলাচ্ছে ভুবন বাবু। এরপরেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাকে ট্রোলিং করেছেন। কেউ বলেছেন, “দুনিয়ায় এই একটাই লোক ভালো ছিল এদের পাল্লায় পড়ে সেও গোল্লায় গেল।” কেউ আবার বলেছেন, “মাথার চুলটা মুছে দিন অপমান হয়।” অনেকে আবার সুন্দরী যুবতীর সঙ্গে তার এই নাচ দেখে অপমান করেছেন। যদিও এই সবের মাঝেও তার জনপ্রিয়তা যে ক্রমাগত বাড়ছে তা বুঝতে আর বাকি নেই।