Bajaj Pulsar 125 Carbon Fiber Edition with New attracrive graphics and features

যেমন লুকস তেমনি ফিচারস! ছেলেদের বুকের ধুকপুকানি বাড়াচ্ছে Bajaj Pulsar 125 Carbon Fiber এডিশন

নিউজশর্ট ডেস্কঃ একটা ভালো বাইক কেনার শখ ছেলেদের কমবেশি থাকেই। আর বাইক বলতে অনেকেরই প্রথম পছন্দ Bajaj Pulsar। প্রতিবছর নতুন নতুন মডেল লঞ্চ হয় পালসারের, সাথে কালার থেকে ফিচার্সও আপগ্রেড হয়। এবছর ক্রেতাদের মন কাড়ছে Bajaj Pulsar 125 Carbon Fiber এর ২০২৪ মডেল। আজকে এই বাইকটির দাম থেকে ফিচার্স সম্পর্কেই জানাবো।

Bajan Pulsar 125 Carbon Fiber Edition এর দাম ও ফিচার্স 

বর্তমানে বাজাজ পালসার ১২৫ সিসি কার্বন ফাইবারের এডিশনের দাম ৯২,৮৩৩ টাকা। তবে জায়গা বিশেষে এই দাম পরিবর্তিত হবে। এছাড়াও ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন ফিস অতিরিক্ত যুক্ত হবে।

Bajaj Pulsar 125 Carbon Fiber Edition

২০২৪ সালের এই মডেলে থাকবে নতুন গ্রাফিক্স আর একগুচ্ছ ফিচার্স। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স আছেঃ

  • সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
  • ব্লুটুথ কানেকটিভিটি সাথে USB চার্জিং পোর্ট
  • বাইকটিতে ১২৪.৪ শিশির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। যা ৮৫০০ আরপিএম গতিতে ১১.৮ bhp পাওয়ার দিতে সক্ষম।
  • Bajaj Pulsar 125 এর এই মডেলে ৫স্পিড গিয়ারবক্স থাকছে।
  • এছারাও হেডল্যাম্প, ফুয়েল ট্যাঁক থেকে বেলি প্যান ও তেল কাউলে নতুন গ্রাফিক্স থাকছে।

প্রসঙ্গত, Bajaj Pulsar এর Carbon Fiber Edition এর পাশাপাশি Pulsar 150, Pulsar N160, Pulsar 220F এরও ২০২৪ এডিশন লঞ্চ হয়ে গিয়েছে। সবগুলোতেই নতুন ফিচার্স থেকে আকর্ষণীয় সমস্ত কালের কম্বিনেশন দেওয়া হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X