Bajaj Pulsar: সবচেয়ে বেশি সিসির Pulsar আনছে Bajaj! থাকছে দুর্দান্ত লুক, মারকাটারি ডিজাইন

নিউজশর্ট ডেস্কঃ বাজাজ এবার বাইকপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত খবর নিয়ে এসেছে। এবার বাজাজ Pulsar রেঞ্জে বড়সড়ো একটা আপডেট আনতে চলেছে। ইতিমধ্যেই এই টিজার প্রকাশ্যে নিয়ে এসেছে এই সংস্থা। আগামী ৩ মে সবচেয়ে বড় Pulsar 400 লঞ্চ করতে চলেছে bajaj সংস্থা।

ইতিমধ্যে প্রকাশিত টিজার ভিডিওতে এই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে এটি এখনো পর্যন্ত সবথেকে বড় পালসার হতে চলেছে। এমনকি এটির লুক আর ডিজাইন, ইঞ্জিনও অনেক বেশি শক্তিশালী এবং দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বাজাজের পালসার ৪০০ সিসির সেগমেন্টে একটি মডেল রয়েছে যেটির নাম Dominer।

এই টিজারে দেখা গেছে যে Pulsar NS250-এর তুলনায় এই নতুন মডেলের পেছনের দিকটা অনেক বেশি বড় এবং মোটা টায়ার রয়েছে। এছাড়া এই বাইকে ৩৭৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। DOMINER এবং KTM 390-এর ইঞ্জিন টিউন করে ব্যবহার করা হবে বলেও মনে করা হচ্ছে। তবে পাওয়ার আউটপুট এই দুটো বাইকের থেকে নতুন বাইকে আলাদা হবে।

আরও পড়ুন: IPL Special Train: ইডেনে IPL দেখে মাঝরাতে বাড়ি ফেরার চিন্তা ছাড়ুন, স্পেশ্যাল ট্রেন আনলো রেল, রইল টাইমটেবিল

এই নতুন বাইকে 40 PS পাওয়ার এবং 35 Nm টর্ক জেনারেট করবে বলে মনে করা হচ্ছে। স্পিড গিয়ার বক্স থাকতে পারে স্ট্যান্ডার্ড হিসেবে স্লিপ এসিস্ট ক্লাচ সিস্টেম দেওয়া হবে বলেও শোনা গিয়েছে। এর পাশাপাশি একটি কুইক শিফটার ভেরিয়েন্ট ও থাকতে পারে নতুন বাইকে। এছাড়া এই নতুন বাইক ns ২০০-এর চ্যাসিসের উপর ভিত্তি করে ৪০০ সিসির পালসার তৈরি করা হবে। পালসার রেট সেগমেন্টে এই বাইক অনেক বেশি সস্তার হবে বলে মনে করা হচ্ছে।

Avatar

Papiya Paul

X