নিউজ শর্ট ডেস্ক: দিন দিন ভারতে ব্যাপক হারে বাড়ছে বাইক (Bike) বিক্রির বাজার। এতদিন পেট্রোল বা ব্যাটারি চালিত বাইক দেখেছেন কমবেশি সকলেই। তবে এবার বিশ্বের প্রথম সিএনজি (CNG) টু-হুইলার এনে বড়ো চমক দিতে চলেছে বিশ্বের প্রথম সারির সংস্থা বাজাজ (Bajaj)। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে খোদ বাজারের সিইও এই সিএনজি বাইক ভারতে লঞ্চ করার সম্ভাব্য তারিখও জানিয়ে দিলেন।
সেইসাথে তিনি জানিয়েছেন বাজাজের এই সিএনজি বাইক সেটাই করতে চলেছে যা হিরো হন্ডা করে দেখিয়েছে। তাছাড়া এই বাইক এবার জ্বালানি খরচ-ও অর্ধেক করে দেবে। জানা যাচ্ছে সিএনজি-র বাইক আসায় জ্বালানি খরচও ৫০ থেকে ৭৫ শতাংশ কমে যেতে চলেছে।
ICE ভিকেইলসের তুলনায় এই বাইকে কার্বন-ডাই-অক্সাইড-ও কম নির্গত হবে। এছাড়াও সিএনজি প্রোটোটাইপে জানা যাচ্ছে এই বাইক থেকে কার্বন-ডাই-অক্সাইড ৫০না শতাংশ, কার্বন মনোঅক্সাইড ৭৫ শতাংশ এবং নন মিথেন হাইড্রোকার্বন প্রায় ৯০ শতাংশ কম নির্গত হয়।
তবে শুধু বাজাজের সিএনজি বাইকই নয় আগামী বছরের শুরুতেই আসতে চলেছে বাজাজের সেরা পালসার। এই সংস্থার তরফে জানানো হয়েছে তাদের ফোকাস ১২৫ সিসির উপরের সেগমেন্টে রয়েছে। এছাড়া বাজাজ অটো-ও ইলেকট্রিক বাইক নিয়ে একাধিক কাজ করতে শুরু করেছে।
আরও পড়ুন: শুধু পলিসি নয়, আগে জেনে রাখুন LIC-র ডেথ ক্লেম কিভাবে পাবেন? নাহলে ডুবে যাবে সব টাকা!
এই কোম্পানিটি ইলেকট্রিক বাইক শেয়ারিং প্ল্যাটফর্ম Yulu Bikes-তাদের অংশীদারিত্ব বাড়িয়েছে। বাজাজ ইউলু বাইকে ৪৫.৭৫ কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ করেছে। এরফলে ইউলু বাইকে জাজ অটোর অংশীদারিত্ব ১৮.৮% তে পৌঁছে গিয়েছে। বাজাজ অটো ২০১৯ সালে ইউলু বাইকে প্রায় ৬৬ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছিল।
সূত্রের খবর, চলতি বছরের জুন মাসেই বাজারে আসতে পারে এই CNG মোটরবাইক। এই বাইক একদিকে যেমন দামে কম হবে তেমনই পেট্রল চালিত বাইকের তুলনায় বেশি পরিবেশ বান্ধব হবে। এতদিন পর্যন্ত ভারতের বাজারে, CNG বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত গাড়ি থাকলেও দু-চাকার গাড়ি ছিল না এতদিন।