নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের বেকার ও চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। গ্রূপ সি ও গ্রূপ ডি পদে লোক নিচ্ছে রাজ্য সরকার (Government of West Bengal)। তাও আবার ক্লাস এইট পাশ বা মাধ্যমিক পাশ করে থাকলেই করা যাবে আবেদন। কোন কোন পদে নিয়োগ হবে? যোগ্যতা ও মাইনে কত থেকে কিভাবে অবদান করবেন? এই সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।
রাজ্য সরকারে বিভিন্ন পদে নিয়োগ
গ্রূপ ডি (পিয়ন নাইট গার্ড ও ফরাস) : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এই পদের জন্য আবেদন করে সিলেক্টেড হলে প্রতিযামসে ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। এক্ষেত্রে আবেদন করতে হলে জেনারেল কাস্ট ও ওবিসিদের ২০০ টাকা ও SC, ST দের ক্ষেত্রে ১৫০ টাকা চার্জ লাগবে।
প্রসেস সার্ভার : এই পদের আবেদনের জন্যও নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ। তবে যেহেতু সার্ভারের কাজ তাই কম্পিউটারের জ্ঞান থাকাটা প্রয়োজন। এক্ষেত্রে মাইনে ২১,০০০ থেকে শুরু করে ৫৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই পদে আবেদনের জন্যও জেনারেল কাস্ট ও ওবিসিদের ২০০ টাকা ও SC, ST দের ক্ষেত্রে ১৫০ টাকা চার্জ লাগবে।
আরও পড়ুনঃ Jio, Airtel-কে জোর কা ঝাটকা! দাম বাড়ার মরশুমে খরচ কমিয়া দিল BSNL, খুশি গ্রাহকেরা
লোয়ার ডিভিশন ক্লার্ক ও Seal Bailiff : এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। সেই সাথে কম্পিউটারের ও টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। আবেদন করতে হলে জেনারেল কাস্ট ও ওবিসিদের ৩০০ টাকা ও SC, ST দের ২০০ টাকা দিতে হবে। আর একবার যদি কাজ পেয়ে যান তাহলে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত মাইনে পাবেন।
আপার ডিভিশন ক্লার্ক : এই পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। সেই সাথে কম্পিটিউটারে MS Word, MS Excel ও টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এই পদের জন্য মাসে ২৭,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা মাইনে দেওয়া হবে। আপনি যদি আবেদন করতে চান তাহলে জেনারেল কাস্ট ও ওবিসিদের ৫০০ টাকা ও SC, ST দের ক্ষেত্রে ৩০০ টাকা চার্জ দিতে হবে।
আবেদনের জন্য যোগ্যতাঃ
উপরিউক্ত যে সমস্ত পদগুলি দেওয়া রয়েছে সকল ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে SC, ST ও OBC প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ : আপনি যদি এই পদের যে কোনোটির জন্য আবেদন করতে চান তাহলে আগামী ১০ই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের পদ্ধতিঃ
যে সমস্ত যুবক যুবতীরা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন করতে হবে। তবে তার আগে অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি পরে নিতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় আঁধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সাক্ষর স্ক্যান করে রেখে দেবেন। এরপর অনলাইনেই ফর্ম সাবমিট করে টাকা জমা করে দিতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তির লিংক দেওয়া রইল।
অফিসিয়াল ওয়েবসাইট : অফিসিয়াল আবেদনের ওয়েবসাইট লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি