Bangla Sahayata Kendra Operator Remuneration Hike by West Bengal Government

ফের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার, পুজোর আগেই বড় ঘোষণা বাংলা সহায়তা কেন্দ্র কর্মীদের জন্য

পুজোর মুখে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এল এক বিরাট সুখবর। ২০২৪ সালের ১ অক্টোবর থেকেই বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন ১৪,৩৮০ টাকা থেকে বাড়িয়ে ১৬,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এই বেতন বৃদ্ধির ফলে বহু কর্মচারী উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, ২০২৫ সালের ১ জুলাই থেকে এই কর্মীদের বার্ষিক বেতন আরও ৩ শতাংশ হারে বৃদ্ধি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

PRSKF-এর রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। কর্মচারীদের সংগঠন নবান্নের এই উদ্যোগের জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মন্ত্রী ড: মানস রঞ্জন ভূঞ্যাকে ধন্যবাদ জানিয়েছে।

কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের কর্মীদের জন্য সুখবর

শুধুমাত্র বাংলা সহায়তা কেন্দ্র নয়, রাজ্য সরকার কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গেও যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা করেছে। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজারদের বেতন ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে। আর রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার টাকা করা হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগ শুধু মাসিক বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, কর্মীদের দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতির কথাও বিবেচনা করা হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে টাকা বৃদ্ধি করা হবে। অ্যাকাউন্ট্যান্টদের ক্ষেত্রে প্রথম পাঁচ বছরে বার্ষিক ৮০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে। ৫ বছর পর বেতন হবে ২৬ হাজার টাকা, ১০ বছর পর ৩২ হাজার টাকা, এবং ১৫ বছর পর ৪০ হাজার টাকা। এরপর প্রতি বছর ১২০০ টাকা করে বেতন বাড়বে। ডেটা ম্যানেজারদের বেতনও একইভাবে বৃদ্ধি পাবে, প্রথম ৫ বছর পর তা হবে ২০ হাজার, ১০ বছর পর ২৫ হাজার এবং ১৫ বছর পর ৩১ হাজার টাকা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X