বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতে জনপ্রিয় নাম ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার (Zee Bangla) বহু সিরিয়ালকে পেছনে ফেলে একটা সময় টিআরপি তালিকায় রেকর্ড গড়েছে এই সিরিয়াল। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অনন্যা গুহকে। রুপোলি পর্দায় গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে সবেমাত্র স্কুলেরগণ্ডি পার করলেন পিঙ্কি ভাবি।
আজ অর্থাৎ ২৪ তারিখ প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল। এবছরের এই পরীক্ষায় বসে ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা। কেরিয়ার এবং পড়াশোনা দুটোই তার জীবনে বেশ গুরুত্বপূর্ণ। দর্শকদের সামনে তিনি কখনও হাজির হয়েছেন মুন্নি নামে। তো কখনও আবার পিঙ্কি ভাবি।
শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী ছিলেন তিনি। দ্বাদশ শ্রেণীতে ভূগোল, বাংলা, সমাজবিদ্যা, ইংরেজি এবং কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন অন্যন্যা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনন্যার ফল কেমন হবে তা নিয়ে চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। তবে ফল প্রকাশের পরেই জানা গেল সুখবর।
৭৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে পাস করলেন অনন্যা। রেজাল্ট বেরোনোর পরেই এক সাংবাদিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন অভিনেত্রী। শ্যুটিংয়ের টাইট সিডিউলের মধ্যেও কিভাবে নিজের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি সে কথাও জানালেন নির্দ্বিধায়।
অভিনেত্রীর কথায়, ‘ শ্যুটিং এর ফাঁকে যখনই সময় পেতাম বই খুলে বসে পড়তাম। আর সে কারণেই পরীক্ষা দেওয়ার সময় আমার মাথায় কোন চিন্তা ছিল না। আজও তেমন চিন্তা ছিল না। জানতাম মোটামুটি ভালো নম্বর পেয়েই পাশ করব’। উচ্চশিক্ষার জন্য মিডিয়া সাইন্স বেছে নিতে চান অভিনেত্রী।
View this post on Instagram
কেবলমাত্র অন্যন্যাই নন। তাঁর দিদি অলকানন্দও অভিনয় জগতে পরিচিত মুখ। স্টুডিওপাড়া সূত্রে খবর, অল্প বয়সেই প্রেমে পড়েছেন অনন্যা। অভিনেতা সুকান্ত কুন্ডুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। এদিন প্রেয়সীর রেজাল্ট বেরোনোর পরেই তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘যেমন সৌন্দর্য তেমন বুদ্ধি। কংগ্রাচুলেশন’