নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনে একটার পর একটা নতুন ধারাবাহিক(Bangla Serial) এসে চলেছে। বর্তমান সময়ে কোনো ধারাবাহিকের স্থায়িত্ব এক বছরের বেশি টেকে না। আবার কিছু কিছু ধারাবাহিক তো টিআরপি(TRP) না থাকার জন্য মাত্র দুই-এক মাসের মধ্যেই বন্ধ করে দিতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ। ঠিক এমনভাবে শেষ হয়েছিল স্টার জলসার(Star Jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘মেয়েবেলা’।
এই সিরিয়ালে মৌ আর নির্ঝরকে বেশ পছন্দ করেছিল দর্শকেরা। আর তাই তাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। তবে এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর। টেলিভিশনের পর্দায় আবার ফিরতে চলেছেন দর্শকদের প্রিয় মৌ অর্থাৎ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার(Swikriti Majumder)। তার অভিনীত সিরিয়াল টিআরপি কম থাকার জন্য ভালো গল্প হওয়া সত্ত্বেও বন্ধ করে দেওয়া হয়। যদিও এই সিরিয়াল নিয়ে সেই সময় বেশ আলোচনা চলেছিল।
মেয়েদের জীবন নিয়ে অন্যরকমের গল্প দেখানো হয়েছিল এই সিরিয়ালে। কিন্তু যেহেতু টিআরপি শেষ কথা তাই গল্প শেষ না করে সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। আর তাই এই ধারাবাহিকের মৌঝড় জুটিকে আজও মনে রেখেছেন দর্শকেরা। মাত্র পাঁচ মাসের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মনে ভালো জায়গা করে নিয়েছিল। তবে এবার মৌ টেলিভিশনের পর্দায় ফিরলেও তার সঙ্গে নির্ঝরকে পাওয়া যাবে না।
অন্য এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বাধ্য চলেছেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসে এই নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পেতে পারে। আর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে থেকে এই নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে। কোন চ্যানেলে দেখা যাবে এই জনপ্রিয় মেগা? স্টার জলসার এই সিরিয়াল দেখতে পাবেন দর্শকেরা। জানা গিয়েছে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের হাত ধরেই স্বীকৃতি পর্দায় ফিরছেন। আর তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। যদিও এখনো চ্যানেলের পক্ষ থেকে কিছুই সেভাবে জানানো হয়নি।