চ্যানেলের সঙ্গে ঝামেলা! গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হচ্ছে জি বাংলার এই দুই জনপ্রিয় সিরিয়াল

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) এবং ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)। ইচ্ছেপুতুল টিআরপি(TRP) তালিকায় ভালো রেজাল্ট করতে না পারলেও এই সিরিয়াল(Bangla Serial) নিয়ে সবসময় দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা থাকে। অপরদিকে কার কাছে কই মনের কথা এই ধারাবাহিক টিআরপি তালিকায় দুর্দান্ত রেজাল্ট করার পাশাপাশি দর্শকদের প্রশংসা এবং সমালোচনা দুটোই পাচ্ছে।

বলা যায়, মেঘ এবং শিমুলের জীবনের গল্প মন জয় করেছে দর্শকদের। তবে এবার এই দুই সিরিয়াল নিয়ে এলো খারাপ খবর। শোনা যাচ্ছে, আচমকায় নাকি বন্ধ হতে চলেছে এই দুটি সিরিয়াল। ইচ্ছেপুতুলের সফর এখনো এক বছর সম্পন্ন হয়নি। মাত্র ১০ মাস আগেই শুরু হয়েছিল এই ধারাবাহিক। টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করতে না পারলেও গত সপ্তাহে ৫.৫ নম্বর পেয়েছে এই মেগা।

তবে এবার শোনা যাচ্ছে, চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের বচসার জেরে নাকি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। অন্যদিকে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি মাত্র কয়েক মাস আগে শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই টিআরপি তালিকাতে প্রথম দশে জায়গা করে নিয়েছে এই মেগা। তবে জনপ্রিয়তা এবং টিআরপি রেটিং থাকা সত্ত্বেও এই ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে।

আসলে ইচ্ছেপুতুল এবং কার কাছে কই মনের কথা দুটো ধারাবাহিকই লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্রের অর্গানিক প্রোডাকশনের। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, জি বাংলার সঙ্গে নাকি এই প্রোডাকশন হাউসের মনোমালিন্য হয়েছে। আর তাই একসঙ্গে বন্ধ করে দেওয়া হতে পারে ইচ্ছেপুতুল এবং কার কাছে কই মনের কথার সম্প্রচার। ঐদিকে ৬ অক্টোবর অর্থাৎ আজ রাত সাড়ে ন’টা থেকে শুরু হতে চলেছে দাদাগিরি সিজন ১০। আর তাই এবার থেকে সপ্তাহে পাঁচ দিনের বদলে চার দিন করে সম্প্রচারিত হবে ইচ্ছেপুতুল।

এতেই নাকি আপত্তি রয়েছে নির্মাতাদের। নির্মাতারা আবার বলেছেন যে সপ্তাহের চার দিন সম্প্রচারিত হলে টিআরপিতে অনেক বেশি প্রভাব পড়বে। এতে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে প্রোডাকশন হাউজকে। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নাকি কোন কথাই শুনতে রাজি হয়নি। তাই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়াতে স্বভাবতই সিরিয়াল প্রেমিক মানুষদের মন খারাপ। যদিও এখনো পর্যন্ত জি বাংলার চ্যানেলের তরফ থেকে অফিসিয়ালি কোন কিছু ঘোষণা করা হয়নি।

Papiya Paul

X