Bangla Serial

Moumita

শুধু ‘মিঠাই’ নয়, বন্ধের মুখে বাংলার এই ৩ জনপ্রিয় সিরিয়াল! মন খারাপ দর্শকদের

গত বছর একটা ট্রেন্ড ভিষণ পরিলক্ষিত হচ্ছে বাংলা টেলি দুনিয়ায়। টিআরপি (TRP) কমলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের (Bangla Serial) ঝাঁপি। তাতে সে নতুনই হোক কী পুরোনো, টিআরপি-ই হল আসল কথা। এই যেমন চলতি মাসেই বন্ধ হবে একগুচ্ছ জনপ্রিয় সিরিয়াল। যার মধ্যে মিঠাই (Mithai) অন্যতম। ভক্তকুলে এই মেগাকে নিয়ে তো চর্চার শেষ নেই।

   

তবে কেবল মিঠাই নয়, সোশ্যাল মিডিয়ার খবর, স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে মোট ৪ টি সিরিয়াল বন্ধ হতে চলেছে এই মাসেই। যার মধ্যে দুটি সিরিয়ালের নাম আগে থেকে জানা থাকলেও বাকি দুটি একেবারেই অপ্রত্যাশিত। স্টুডিওপাড়ার খবর, কম টিআরপি-র কারণেই নাকি বন্ধ হচ্ছে এই দুই মেগা।

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠাইয়ের কথা বললে প্রায় আড়াই বছর ধরে দর্শকমহলে রাজ করেছে এই সিরিয়াল। মিঠাই আর সিদ্ধার্থের জুটিকে অফুরন্ত ভালোবাসা দিয়েছে ভক্তরা। অপরদিকে ‘গোধূলি আলাপ’র (Godhuli Alap) বিষয়টাও খানিকটা এরকমই। অসমবয়সী সম্পর্ক নিয়ে তৈরি এই গল্পও দারুন পছন্দ করেছিল দর্শকমহল। তবে শেষের দিকে কমে আসে টিআরপি। এবং অবশেষে বন্ধের পথে এই মেগা।

এদিকে কিছু ফ্যানপেজের দাবি, ‘মিঠাই’ এবং ‘গোধূলি আলাপ’র পাশাপাশি বন্ধ হবে আরো দুটি সিরিয়াল। আর সেগুলি হল ভাইরাল জুটি মৌ-ডোডোর ‘মেয়েবেলা’ (Meyebela) এবং শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনার ‘সোহাগ জল’ (Sohag Jol)। মেয়েবেলার কথা বললে, যেদিন থেকে রূপা গাঙ্গুলী সিরিয়াল ছেড়েছে সেদিন থেকেই কমতে শুরু করেছে টিআরপি। এদিকে ‘সোহাগ জল’র ব্যাপারটাও খানিকটা একই।

জানা গেছে কম টিআরপির কারণেই বন্ধ করা হচ্ছে এই দুটি মেগা‌ও। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা নির্মাতাদের তরফ থেকে কোন পাক্কা খবর এখনও মেলেনি। এমনকি কলাকুশলীদের কারো কাছ থেকেও কোন অফিশিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি এখনও। তাই এই খবর কতটা সত্যি জানার জন্য আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে বৈকি।