Bangladesh Interim Government Seeks from 5 Nations including India

আন্দোলনের জেরে অস্বস্তিতে অন্তর্বর্তী সরকার! বাধ্য হয়েই এবার ভারতের সাহায্য চাইল বাংলাদেশ

যত দিন এগোচ্ছে ততই যেন জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক কূটনৈতিক রদবদলে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতসহ পাঁচজন কূটনীতিককে দেশে ফেরতের  জন্য ডাক পাঠিয়েছে। বৃহস্পতিবার এক সরকারি কর্মকর্তার দৌলতে এই তথ্য জানা গেছে।

রাজনৈতিক পরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতি

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন এই সরকার গঠিত হয়েছে। এর আগে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন, এবং তিনি ভারতে পালিয়ে যান।

গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তন

পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাসেলস, ক্যানবেরা, লিসবন, নিউ দিল্লি এবং জাতিসংঘের নিউইয়র্ক স্থায়ী মিশনে নিযুক্ত রাষ্ট্রদূতদের দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব হস্তান্তর করে ফিরতে বলা হয়েছে, তবে কেন এই পরিবর্তন করা হয়েছে তা নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এই পদক্ষেপটি ব্রিটেনে নিযুক্ত হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিমকে ফেরত ডাকানোর ঘটনার পরেই এসেছে। উল্লেখ্য, এর আগেও গুরুত্বপূর্ণ কূটনীতিকদের দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপট

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ ৪,০০০ কিলোমিটার সীমানা এবং বঙ্গোপসাগরে সামুদ্রিক সীমানা রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার পদত্যাগের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা চাপের মধ্যে রয়েছে। ছাত্র আন্দোলনের ফলে প্রায় ৭০০ জনের মৃত্যুর ঘটনা সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও, বাংলাদেশ সরকার এই পরিবর্তনগুলিকে কেবল রাজনৈতিক হিসেবে ব্যাখ্যা করেছে। তবে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের অভিযোগও উঠেছে, যা সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক  আগামী দিনে কেমন হবে সেটা এখন বলা বেশ মুশকিল, আগামী দিনে সময়ই সেটা জানিয়ে দেবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X