Bangladesh Meteorogical Department warns about Cyclone in October amid Durgapuja

উৎসবে অশনী! দুর্গাপুজোর মাঝেই আসতে পারে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করল বাংলাদেশ

বাংলাদেশের আবহাওয়া বিভাগ (BMD) সম্প্রতি সতর্কতা জারি করেছে, যা অক্টোবরে বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নির্দেশ করছে। এই মাসের দুর্গোৎসবের প্রাক্কালে আবহাওয়ার এই পরিবর্তন নিয়ে আমজনতার মনের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। চলুন, দেখে নেওয়া যাক আবহাওয়া অফিস আবহাওয়াবিদরা এই সম্পর্কে কি জানাচ্ছেন?

ঘূর্ণিঝড়ের আশঙ্কা: পরিস্থিতি পর্যালোচনা

বাংলাদেশের আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই মাসে বঙ্গোপসাগরে তিনটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১ অক্টোবর, মঙ্গলবার ঢাকায় বিএমডির পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ঘূর্ণিঝড়ের বিষয়ে আলোচনা হয়েছে।

আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) বিশ্লেষণ করে জানিয়েছে, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, গত বছর অক্টোবরে ঘূর্ণিঝড় সিতরাং এবং চলতি বছরে হামুনও একই সময়ের মধ্যে সৃষ্টি হয়েছিল। সিতরাং খুলনা ও বরিশাল উপকূলে এবং হামুন চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আঘাত করে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

বিএমডি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে ভারি বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এই সমস্ত এলাকার মানুষকে আগে থেকেই সচেতন থাকার কথা বলা হচ্ছে। একইসাথে আবহাওয়ার খবরের প্রতি নজর রাখার কথাও জানানো হয়েছে।

আবহাওয়া বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে, এই পরিবর্তনগুলো নদ-নদীর প্রবাহের উপরও প্রভাব ফেলতে পারে। যদিও তারা আশা করছেন, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। এখন পরিস্থিতি কি হয় সেটা দেখা সময়ের অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X