Arijit

চীনের মরণফাঁদে পা দিল না বাংলাদেশ, জিনপিংয়ের স্বপ্নের প্রকল্পকে রিজেক্ট করল হাসিনা

অন্যের জমি দখল, ঋণের ফাঁদে ফেলে কোন দেশকে সর্বস্বান্ত করে দেওয়ায় হচ্ছে চীনের নতুন রণনীতি। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে এই কাজটি অত্যন্ত সফলভাবে করে ফেলেছে চীনের জিংপিং সরকার।

   

তবে চীনের এই ফাঁদে পা দিল না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের এই চোরা জাল কেটে বেরিয়ে এল বাংলাদেশ। পাকিস্তান এবং শ্রীলংকাকে এই জালে পুরোপুরিভাবে ফাঁসিয়ে চীন সরকার চেষ্টা করেছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাংলাদেশে নিয়ে গিয়ে একটি সমুদ্র বন্দর তৈরি করা। কিন্তু চীনের এই স্বপ্নের প্রকল্পের জল ঢেলে দিল বাংলাদেশ।

পশ্চিমে পাকিস্তান এবং দক্ষিণে শ্রীলংকার পর এবার ভারতকে তিন দিক থেকে ঘিরে ফেলার কারণে বাংলাদেশের সোনাদিয়াতে একটি বন্দর তৈরি করাই লক্ষ্য ছিল চীনের কিন্তু চীনের এই প্রস্তাব আগেই বুঝে যায় বাংলাদেশ এবং চীনের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেয় শেখ হাসিনা সরকার।