Bank Holiday List

Bank Holiday List: মে মাসে একগুচ্ছ ছুটি, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? লিস্ট দেখলে সুবিধা হবে

নিউজশর্ট ডেস্কঃ আজকে শুরু হয়ে গিয়েছে নতুন মাস। আর নতুন মাস পড়া মাত্রই যে কোন গুরুত্বপূর্ণ কাজ করতে ব্যাংকে যেতে হয় সাধারণ মানুষকে। তবে এক্ষেত্রে ব্যাংকে যাওয়ার আগে মে মাসে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে তা জেনে নেওয়া ভালো তা নাহলে আপনি ব্যাংকে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। মে মাসে মোট ১২ দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। যার মধ্যে ছুটির দিন দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারে রয়েছে। আজকের এই প্রতিবেদনে মে মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ(Bank Holiday) থাকবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো।

এই মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে সব রাজ্যের কিন্তু একই দিনে ছুটি নেই। ১ মে অর্থাৎ মে দিবস বা শ্রম দিবস উপলক্ষে কলকাতা, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, নাগরপুর, মুম্বাই, কচি, ইম্ফল, পাটনা, পানাজি, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা এবং তিরুবনন্তপূরম এই জায়গাগুলোতে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ৫ মে, ২০২৪ রবিবার হওয়ায় এই দিন ভারতের সমস্ত জায়গাতেই ব্যাংক বন্ধ থাকবে।

৮ মে ২০২৪, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী হওয়ায় কলকাতায় ব্যাংক বন্ধ থাকবে। ১০ মে ২০২৪, বাসব জয়ন্তী এবং অক্ষয় তৃতীয় উপলক্ষে কলকাতা এবং ব্যাঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে। ১১ মে, ২০২৪, দ্বিতীয় শনিবার হওয়ায় ভারতের সমস্ত জায়গাতেই ব্যাংক বন্ধ থাকবে। ১২ মে, ২০২৪, রবিবার হাওয়ায় ভারতের সব জায়গাতেই ব্যাংক বন্ধ থাকবে। ১৬ মে, ২০২৪ রাষ্ট্রীয় দিবস উপলক্ষে গ্যাংটকের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

Bank Holidays

আরও পড়ুন: Aadhaar Card: এবার তৈরী করুন আধার কার্ড, ভালো বেতনের চাকরির সুযোগ দিচ্ছে UIDAI! রইল সব খুঁটিনাটি

১৯ মে, ২০২৪, রবিবার হাওয়ায় ভারতের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ২০ মে, ২০২৪, লোকসভা সাধারণ নির্বাচনের জন্য বেলাপুর এবং মুম্বাইয়ের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ২৩ শে মে ২০২৪ বুদ্ধপূর্ণিমার ছুটি থাকার জন্য কলকাতা সহ চণ্ডীগড়, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, নিউদিল্লি, নাগরপুর, মুম্বাই, লখনউ, জম্মু, ইটানগর এবং দেরাদুনে এই জায়গাগুলোতে ব্যাংক বন্ধ থাকবে।

২৫ শে মে- ২০২৪ নজরুল জয়ন্তী উপলক্ষে ভারতের বেশ কিছু জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। আর ২৬ শে মে ২০২৪ রবিবার হওয়ার জন্য সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।

Avatar

Papiya Paul

X