Aadhaar Card

Papiya Paul

Aadhaar Card: এবার তৈরী করুন আধার কার্ড, ভালো বেতনের চাকরির সুযোগ দিচ্ছে UIDAI! রইল সব খুঁটিনাটি

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে চাকরির বাজার খুব খারাপ। একটা ভালো চাকরি খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ। আপনি যদি একটা চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। এবার আধার কার্ড(Aadhaar Card) প্রস্তুতকারী ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI) নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন বেরিয়েছে। এখন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং সেকশন অফিসার পদে নিয়োগ করা হয়েছে। চলুন তাহলে এই নিয়োগ সংক্রান্ত তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

কিভাবে আবেদন করবেন?
যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। তবে এখানে আবেদনকারী সমস্ত শ্রেণীর প্রার্থীদের কোন রকমের আবেদন ফি দিতে হবে না। অর্থাৎ এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

বয়স: এখানে আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সকল শ্রেণীর জন্য এবার বয়সে ছাড় দেওয়া হবে।

Blue Aadhaar Card

আরও পড়ুন: Airtel: ৩ মাস রিচার্জের ঝামেলা-ঝক্কি শেষ, Airtel-র এই ৪ রিচার্জ প্ল্যান শুনলে লুফে নেবেন আপনিও

শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং সেকশন অফিসার উভয়ের জন্য আলাদা রাখা হয়েছে। এখানে প্রার্থীরা বিজ্ঞপ্তিটি পরীক্ষা করে দেখে তারপর তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে আবেদন করতে পারবেন।

বেতন এবং পরীক্ষার তারিখ: এখানে প্রার্থীদের প্রত্যেক মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া যাবে।

Aadhaar Card

ফর্ম পাঠানোর ঠিকানা: এই প্রার্থীদের অফলাইন মোডে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে।

ফর্ম পাঠানোর ঠিকানা: ‘Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400005’।