Bank Holidays

Bank Holidays: দোলে লম্বা ছুটি, ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? আগে থেকেই জেনে রাখুন

নিউজশর্ট ডেস্ক: ব্যাংকের(Bank) গ্রাহকদের কাছে ব্যাংক কবে কবে বন্ধ থাকবে, সেটা জানা থাকলে সুবিধা হয়। নাহলে ব্যাঙ্কে গিয়ে ঘুরে আসতে হয়। এমনিতে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার, সরকারি ছুটির দিন এবং কিছু আঞ্চলিক ছুটি আছে যেগুলি রাজ্য সরকার এবং আরবিআই দ্বারা নির্ধারিত করা হয়।

চলতি বছর মার্চ মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা(Bank Holidays list) অনুসারে, ২০২৪ সালের মার্চ মাসে মোট ১৪ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। যেমন – শিবরাত্রি, বিহার দিবস এবং হোলি উদযাপনের দিনগুলি বন্ধ থাকবে। এর ফলে মার্চ মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২০২৪ সালে হোলি সোমবার পড়েছে, এর আগে রয়েছে রবিবার এবং মাসের চতুর্থ শনিবার। এর অর্থ হল ব্যাঙ্ক কর্মীদের জন্য শনিবার, রবিবার এবং সোমবার একটানা তিন দিনের ছুটি থাকছে।

আরও পড়ুন: Investment: তাড়াহুড়ো নয়, এই প্ল্যানে মাসে ৩০০ টাকা জমিয়েও হতে পারেন ১ কোটির মালিক!

এছাড়া আর যে যে দিনগুলি ব্যাংক বন্ধ থাকছে, সেগুলি হল – ২৬ মার্চ, ইয়াওসাং ২ দিন/হোলি হিসাবে চিহ্নিত। যা পালন করা হয় ওড়িশা, মণিপুর এবং বিহারে রাজ্যে।

আবার ২৭ মার্চ হল ব্যাঙ্ক বন্ধের আরেকটি দিন রয়েছে। যা শুধুমাত্র বিহারে হোলির জন্য প্রযোজ্য থাকবে। এছাড়া ২৯ মার্চ ত্রিপুরা, অসম, রাজস্থান, হিমাচলপ্রদেশ এবং জম্মু ও শ্রীনগর ছাড়া অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Avatar

Papiya Paul

X