চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সকলকে ছেড়ে চিরতরে বিলীন হয়ে গিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী(Bappi Lahiri)। তিনি একসময় গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠানে শিল্পীকে স্মরণ করে এমনটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে সংগীতজগতের প্রয়াত শিল্পীদের সম্পর্কে স্মৃতিচারণ করেছেন তিনি। সেখানে বিশেষ করে বাপ্পি লাহিড়ীর নাম তিনি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাপ্পি লাহিড়ী অনেক যুবকদের মন কেড়েছিলেন। যে গানগুলি আজকালকার ছেলে মেয়েরা পছন্দ করে। তাছাড়াও মঙ্গলদীপ জ্বেলে গানটাও গেয়েছিলেন বাপ্পিদা।’
মুখ্যমন্ত্রী এরপর বলেন, ‘আমার সঙ্গে দেখা হলেই বাপ্পিদা বলতেন মমতা তুমি দুটো গান লিখে দাও না, আমি গাইব। আমি একটা গান দিয়েওছিলাম। হয়ত সময় করে উঠতে পারেননি। সন্ধ্যাদিও আমায় খুব স্নেহ করতেন।’ এদিনের এই অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বাংলা ভাষার শেখানোর জন্য বাবা মায়েদের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
তার কথায়, সব ভাষাকে অভিনন্দন জানাবো। সারা পৃথিবীর ভাষা সমৃদ্ধ হোক। আমি সব ভাষাকে ভালবাসি। তবে যে ভাষায় মা বলতে শিখেছি সেটাকে তো আগে জানতে হবে। আমি লক্ষ্য করে দেখছি আমরা নিজেরাই বাংলা ভাষা শেখার জন্য বাচ্চাদের উৎসাহ দিই না। ইংরেজি জানতে হবে কিন্তু বাংলা জানাও দরকার।’
এদিন বাংলা ভাষা ও বাংলা গান নিয়ে গর্ব প্রকাশ করেছেন মাননীয়া। এদিনের অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছেন মুখ্যমন্ত্রী।