Arijit

টি-২০ বিশ্বকাপে ভারতের সম্পদ হতে পারেন এই ক্রিকেটার, দাবি ইরফান পাঠানের

আইপিএলে দুরন্ত ছন্দে বোলিং করছেন কলকাতা নাইট রাইডার্স দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। সোমবার বেঙ্গালুরু ম্যাচে একা হাতে আরসিবির ব্যাটিং ধ্বংস করে দেন তিনি। মাত্র 13 রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন বরণ চক্রবর্তী। তারপর বরুণের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

   

ইরফান পাঠান মনে করেন টিটোয়েন্টি বিশ্বকাপে কলকাতা নাইট রাইডার্স এর স্পিনার বরুণ চক্রবর্তী ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন।

বরুণের প্রশংসা করে ইরফান পাঠান বলেন, “আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপে প্রত্যেক ক্রিকেটারের ওপর বাড়তি চাপ থাকে। আইপিএলে বরুণের বল খেলা যতটা কঠিন বিশ্বকাপে তার থেকেও বেশি কঠিন হবে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলে নি, স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণের বল খেলতে সমস্যায় পড়বেন ব্যাটসম্যানরা।”