ঘূর্ণিঝড়,ভারত,পশ্চিমবঙ্গ,সিত্রাং,Cyclone,India,West Bengal,Sitrang

Moumita

দুর্গাপুজোর বদলে এবার কালীপুজোতে ভাসবে বাংলা! বইতে পারে ২৫০ কিমি বেগে ঝড়, আসছে সাইক্লোন ‘সিত্রাং’

বাংলায় এখন পুজোর মরশুম। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো, কালীপুজো, ভাইফোঁটা একটার পর একটা উৎসব এখন। কিন্তু এর মধ্যেই বাধ সেধেছে বৃষ্টি। এমনিতেই দুর্গাপুজোর সময় গোটাটাই অল্প বিস্তর বৃষ্টিতে কেটেছে। লক্ষ্মীপুজো যদি বা একটু ভালোয় ভালোয় কাটলো তবে অশনি সংকেত কালীপুজোর সময়।

   

বর্ষা বিদায় নেওয়ার আগেই বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা। আর সূত্রের খবর, এই সাইক্লোন তৈরি হবে চলতি মাসের কালীপুজোর সময়ই। যার হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ – ২০০ কিলোমিটার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সিত্রাং’।

আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে বর্ষা বিদায়ের পর বঙ্গোপসাগরে ২টি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটির সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী ১৭-১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। আর তার ঠিক দুদিনের মাথাতেই এই ঘূর্ণিঝড়টি একটি নিম্নচাপের আকার ধারণ করতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলের দিকে এগোতে থাকবে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিবেগ হবে ১৫০-২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এমনকি সর্বোচ্চ ২৫০ কিলোমিটার অবদিও পৌঁছে যেতে পারে। এরপর ২৪-২৫ অক্টোবর পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী অন্ধ্র প্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে পূর্ব উপকূলের যে কোনও জায়গায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে ঝড়টি। তবে উপকুলীয় অঞ্চলগুলি এবং তার লাগোয়া বিস্তীর্ণ এলাকাতে ভালো রকম ক্ষয়ক্ষতি করতে পারে এই ঝড়টি। সমুদ্রের জলোচ্ছ্বাস থাকতে পারে ১৫-২০ ফুটেরও বেশি।

যদিও এখনই এর গতিপথ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি আবহাওয়াবিদরা। ঠিক কতটা শক্তিশালী হবে তাও এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আবহাওয়া দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, একমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরেই এব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব।