Arijit

এই ৩টি কারণে কোহলির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে বিসিসিআই

বুধবার সাংবাদিক সম্মেলন করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিরাট। এরফলে কোহলি এবং বোর্ডের মধ্যে যে সম্পর্ক ভালো নেই সেটা স্পষ্ট হয়ে যায়। তবে এভাবে সাংবাদিক সম্মেলন করে সরাসরি বিসিসিআইয়ের বিরুদ্ধে কথা বলাই বিরাট কোহলির বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? যদি নেয় তাহলে সেটা কখন? এই নিয়ে চলছে জোর আলোচনা।

   

জানা গিয়েছে এই মুহূর্তে বিরাট কোহলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না বিসিসিআই। তার নেপথ্যে রয়েছে তিনটি কারণ:-

১) এটা শুধু বিরাট কোহলি কিংবা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর প্রসঙ্গ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিসিসিআইয়ের মান- সম্মানের প্রশ্ন। এভাবে কোন বিদেশ সফরের আগে এই বিষয়ে যদি কোন বড় পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার প্রভাব ক্রিকেটারদের মনোবলের উপর পড়বে। সেটা কখনই চাইনা বিসিসিআই।

২) এই দক্ষিণ আফ্রিকা দল এখন আর আগের মতো অতটা শক্তিশালী নেই। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের জয়ের সম্ভাবনা প্রবল। অপরদিকে এই সিরিজে যদি বিরাট কোহলি একের পর এক সেঞ্চুরি করে ফেলেন সেক্ষেত্রে কোন বড় পদক্ষেপ নিলে সেটা উল্টে বুমেরাং হয়ে ফিরে আসবে বোর্ডের দিকেই। এটা কখনই চাইবে না বিসিসিআই।

৩) বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ কোন ক্রিকেটার কখনই বোর্ডের বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। তবে এক্ষেত্রে কোহলির হাতে একটা বিরাট অস্ত্র রয়েছে, তা হল কোহলি নিজে থেকে সাংবাদিক সম্মেলন ডাকেন নি। বোর্ডের ডাকা সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে সাংবাদিকরা তাকে যেমন যেমন প্রশ্ন করেছিলেন তিনি শুধু তার উত্তর দিয়েছেন এক্ষেত্রে আইনগত দিক দিয়েও কোহলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। আর সে কারণেই হয়তো দক্ষিণ আফ্রিকা সফরের আগে কোহলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না বিসিসিআই।