যুদ্ধের আবহে ক্রিকেটকে বাঁচাতে বিসিসিআইয়ের সাহায্য চাইছে ইউক্রেন

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেও খেলাধুলোর প্রসার নিয়ে ভাবছেন ইউক্রেনের ক্রীড়া কর্তারা। সেই তালিকায় রয়েছে ক্রিকেটও। ইউক্রেনের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে আইসিসির কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ভারতে ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারা।

দেশে ক্রিকেট খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আইসিসির সদস্য পদ চায় ইউক্রেন। ইউক্রেন ক্রিকেট ফেডারেশনের চিফ এক্সিকিউটিভ কোবাস অলিভার বলেছেন, ‘‘আইসিসির অ্যাসোসিয়েট সদস্য হওয়ার জন্য আমরা সব শর্তই পূরণ করেছি। আমাদের দেশে ক্রিকেটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে দ্রুত সদস্য পদ প্রয়োজন।’’ তাঁদের আশা চলতি মাসেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বৈঠকে তাঁরা অ্যাসোসিয়েট সদস্য পদ পেতে পারেন।

ইউক্রেন ক্রিকেট ফেডারেশনের সভাপতি এক জন ভারতীয়। তিনি হরদীপ সিংহ। দেশের প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। বিসিসিআই ইউক্রেনের ক্রিকেটারদের ভারতে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে বলে দাবি তাঁর।

Avatar

Koushik Dutta

X