Aadhaar Card

anita

Aadhaar Card: তাড়াহুড়ো নয়, আধার কার্ড আপডেট করার সময় একটা ভুলেই ফাঁকা হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স!

নিউজ শর্ট ডেস্ক: খুব সাবধান! অনলাইনে (Online) আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার সময় সতর্ক না হলে শূন্য হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স (Bank Balance)।ব্যবহারকারীদের সামান্য অসাবধানতাই খালি করে দিতে পারে তাঁদের পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রতিনিয়ত এই ধরনের সাইবার ক্রাইমের (Cyber Crime) স্বীকার হচ্ছেন হাজার হাজার মানুষ।

   

সম্প্রতি তেমনই দিল্লির নয়ডায় কাছে এমনই এক ধরণের সাইবার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। তবে জানা যাচ্ছে এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অনলাইনে আধার আপডেটের আবেদন করার সময় জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।

এপ্রসঙ্গে নয়ডা থানার সেক্টর-১১৩-এর ইনচার্জ পরিদর্শক সর্বেশ কুমার সিং জানিয়েছেন মুনমুন ভট্টাচার্য নামের মহাগুন মডার্ন সোসাইটি সেক্টর-৭৮-এর একজন বাসিন্দা তাঁর আধার কার্ড আপডেট করার জন্য থানায় একটি রিপোর্ট দায়ের করেছিলেন।   নম্বরটি অনলাইনে অনুসন্ধান করেএকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ-ও করেন তিনি।

অনলাইন,Online,আধার কার্ড আপডেট,Aadhaar Card Update,ব্যাঙ্ক ব্যালেন্স,Bank Balance,সাইবার ক্রাইম,Cyber Crime,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর তিনি ভুয়ো আধার কার্ড এজেন্ট সেজে তাঁদের সঙ্গে কথা বলেন। এমনকি আধার আপডেটের নামে তাঁরা একটি অ্যাপ ডাউনলোড-ও করেছিলেন। ব্যাস এরপরেই ঘটে যায় চরম সর্বনাশ। এই ছোট্ট একটা ভুলের জন্যই অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তাঁর অ্যাকাউন্ট থেকে পুরো ৫০,০০০ টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: সব্বাইকে টেক্কা দিয়ে গ্রাহকদের বড় উপহার দিল HDFC ব্যাঙ্ক! একলাফে FD-তে বাড়লো সুদের হার

যদিও অভিযুক্তরা আরও দুবার টাকা পয়সা ট্রান্সাকশনের চেষ্টা করেছিল, যদিও তা সফল হয়নি। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেই খবর। সেইসাথে এবার ব্যবহারকারীদের সতর্ক করতে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-শুধুমাত্র এই সাইটে অনলাইন আপডেট এবং অ্যাপয়েন্টমেন্ট এবং আধার সম্পর্কিত যাবতীয়  অনলাইন কাজ করা হয়- https://uidai.gov.in/।

অনলাইন,Online,আধার কার্ড আপডেট,Aadhaar Card Update,ব্যাঙ্ক ব্যালেন্স,Bank Balance,সাইবার ক্রাইম,Cyber Crime,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই এর বাইরে ব্যবহারকারীরা যেন ভুলেও অন্য কোনও সাইটে ক্লিক না করেন। তবে যাঁরা বাড়ি বসেই অনলাইনে  আধার আপডেট করতে চান, তাঁদের https://ask1.uidai.gov.in/-এ গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এক্ষেত্রে চারটি অপশন থাকবে। যার মধ্যে অন্যতম আধার আপডেট, নতুন আধার, অ্যাপয়েন্টমেন্ট এবং আধার পরিষেবা।

এখানে বলে রাখি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে, ব্যবহারকারীকে তাঁর মোবাইল নম্বর লিখতে হবে এবং ক্যাপচা পূরণ করতে হবে। এর পর মোবাইলে আসা ওটিপি এন্টার করতেই ব্যবহারকারী রাজ্য, জেলা এবং এলাকা অনুযায়ী নিয়োগের জন্য ইউআইডিএআই কেন্দ্র নির্বাচন করতে পারেন।