Kolkata Metro

Papiya Paul

Kolkata Metro: এবার জলের তলায় মেট্রোতে ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট, কথা বলা যাবে ফোনেও!

নিউজশর্ট ডেস্ক: এবার গঙ্গার নিচ দিয়ে তরতরিয়ে চলবে মেট্রো(Metro)। ইতিমধ্যেই ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে, এবার হাওড়া ময়দান থেকে মেট্রো চেপে একেবারে বিবাদীবাগ স্টেশনে পৌঁছে যাবেন। তবে এবার যাত্রী নিয়ে মেট্রো চলার আগেই এই মেট্রোর ভালো খবর সামনে এসেছে।

   

জানা গিয়েছে, মেট্রো যখন গঙ্গা নদীর তলা দিয়ে যাবে ঠিক সেই সময়ও যাত্রীরা ফোনে কথা বলতে পারবেন। এইজন্য উচ্চ ধরনের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আর তাই গঙ্গা নদীর তলায় মাটির গভীরে অপটিক্যাল ফাইবার বসছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র কথা বলাই নয় ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। নদীর উপরের জলস্তর থেকে প্রায় ৩৩ মিটার নিচে এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ রয়েছে।

নদীখাতের থেকেই আরো ১৩ মিটার গভীরে গেলে পলি মাটির ভেতর থেকে সেগুলি গিয়েছে। এই সুরঙ্গের মধ্যে থেকেই চলাচল করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে বলে রাখা ভালো জলের মধ্যে কিন্তু এই সুরঙ্গ নেই, নদী খাতের পলি মাটির মধ্যে রয়েছে এই সুরঙ্গ। অর্থাৎ মেট্রোযাত্রীদের মাথার ওপর দিয়ে গঙ্গা নদী বয়ে চলবে।

আরও পড়ুন: Aadhaar Card Update: এখনও আপডেট করেননি আধার কার্ড! আপডেট না করলে কি বাতিল হবে কার্ড? 

এই ৫০০ মিটার সুরঙ্গের পথ পার করার সময় যাত্রীদের সুবিধার জন্য নীল রংয়ের এলইডি আলো বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যদিও এইটুকু পথ অতিক্রম করতে সময় লাগবে দেড় মিনিট।

এরকম এই নীল আলোর সঙ্গে ফোনে নেটওয়ার্ক থাকার সংযোগ রাখছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে জলের প্রায় ৩৫ মিটার নিচে উচ্চক্ষমতা সম্পন্ন এই অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে। আর এই ফাইবারের মধ্যে দিয়ে 5g ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।