Travel

টাকা খরচ করে পাব কিংবা ক্যাফে নয়! সঙ্গীর সাথে ডেটে যান শহরের এই ৫ অজানা জায়গায়

নিউজ শর্ট ডেস্ক: শীত পড়তেই ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছে সকলে।অন্তত সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে তেমনটা। কারও জীবনে আবার বছরের শেষেই হুড়মুড়িয়ে এসে পড়েছে নতুন মনের মানুষ। বহুদিন ফোনে কথা বলা কিংবা হোয়াটসঅ্যাপে চ্যাট করার পর এবার সময় এসেছে সামনে সামনি দেখা করার। কিন্তু একঘেয়ে কোনো ক্যাফে নয়। মন চাইছে এই ডিসেম্বরের শহরে নিরিবিলিতে কোথাও গিয়ে চুটিয়ে প্রেম (Date) করতে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কলকাতা (Kolkata) শহরেই থাকা প্রেমিক প্রেমিকাদের জন্য প্রেম করার আদর্শ জায়গা। 

পার্ক স্ট্রিট সেমিট্রি: শীতের দিনে কলকাতা প্রেমীরা একবার ঘুরে আসুন মল্লিক বাজারের সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি থেকে। ১৭৬৭ সাল থেকে ১৮৩০ সাল পর্যন্ত এই সেমিট্রি ব্যবহার হত। এখানে অনেক প্রেমিক প্রেমিকাই নিভৃতে সময় কাটাতে পছন্দ করেন। বিশেষ করে ইতিহাস প্রেমীদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ।

কলকাতা,Kolkata,প্রেম,Date,সঙ্গী,Partner,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

ভিক্টোরিয়া মেমোরিয়াল: এই শহরের প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই ভিক্টোরিয়ার সামনে বসে হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বড় পুকুরের সামনে বসে কিংবা বাহারি গাছে সাজানো বাগানে বসে বলতে পারেন মনের জমানোকথা। ঘুরে দেখতে পারেন জাদুঘরও।

কলকাতা,Kolkata,প্রেম,Date,সঙ্গী,Partner,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

প্রিন্সেপ ঘাট: গঙ্গার ঘাটে বসে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা প্রিন্সেপ ঘাট। নৌকা ভাড়া করে গঙ্গাবক্ষেও একান্তে সময় কাটাতে পারেন দু’জনে। নৌকায় বসেই দেখতে পারেন সূর্যাস্ত। এছাড়াও প্রেম করতে যেতে পারেন উত্তর কলকাতার শোভাবাজার, আহিরীটোলা কিংবা কুমোরটুলির ঘাটে।

আরও পড়ুন: এসি ট্রেনে তো চড়েছেন! ট্রেনের এসি কামরায় তাপমাত্রা ‘কত’ থাকে জানেন?

কলকাতা,Kolkata,প্রেম,Date,সঙ্গী,Partner,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

রবীন্দ্র সরোবর: শীতের মিঠে রোদের আমেজ গায়ে মেখেই কোনো এক দুপুরবেলা বসে থাকতে পারেন রবীন্দ্র সরোবরে। ডিসেম্বরের শহরে সরোবরে বসেই হতে পারে আপনাদেরও ‘পারফেক্ট ডেট’। এই মরশুমে রবীন্দ্র সরোবরে লক্ষ্য করা যায় পরিযায়ী পাখিদের ভিড়।

কলকাতা,Kolkata,প্রেম,Date,সঙ্গী,Partner,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

ময়দান চত্বর: ইঁট,কাঠ,পাথরের কংক্রিটে ভরা জঙ্গলের মধ্যেই এক টুকরো সবুজের সন্ধান পেতে যুগলে চলে যেতে পারেন গড়ের মাঠে। একান্তে সময় কাটাতে এই শীতের শহরে ময়দানের থেকে ভালো জায়গা আর কিইবা হতে পারে। সঙ্গে বাদাম ভাজা আর লেবু চা হলে তো কথাই নেই। প্রেম জমে ক্ষীর । ব্যস্ত শহরের মাঝেও  সঙ্গীর সাথে  কোয়ালিটি টাইম কাটানোর।

Avatar

anita

X