নিউজশর্ট ডেস্কঃ গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। প্রত্যেকদিনই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। আর এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন সকলে। কেউ চাইছেন সমুদ্রে যেতে কেউ আবার পাহাড়ে ছুটছেন। তবে যাদের কম বাজেট রয়েছে তারা কাছাকাছি বলতে দীঘা(Digha) কিংবা পুরী ঘুরতে যেতে চাইছেন। এমনিতেই বাঙালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা, একটুও সময় সুযোগ পেলেই দিঘাতে ঘুরতে বেরিয়ে পড়েন পর্যটকেরা।
আর এই গরমে অনেকে দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। আপনিও যদি দীঘায় ঘুরতে যাবার কথা ভাবেন তাহলে সাবধান হয়ে যান। এর কারণ হলো এখন দীঘায় গিয়ে সহজে হোটেলে রুম পাওয়া যাবে না। এর কারণ হলো বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত দুজন দিঘার হোটেলে অনেকদিন ধরে ছিল বলে অভিযোগ উঠেছে। আর এরপরে কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন।
আর দীঘায় এই পরিস্থিতির কথা শুনে রাজবাসীও বেশ উদ্বিগ্ন হয়েছে। আর তাই এবার থেকে দীঘায় ঘুরতে আসা পর্যটকদের ওপর বিশেষ নজরদারি চালানোর জন্য উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। এখন নিউ দীঘা থেকে শুরু করে ওল্ড দীঘা সহ বিভিন্ন জায়গায় হোটেলগুলিতে নজরদারি চালাতে শুরু করেছে পুলিশ। আর এই অভিযুক্ত দুজনকে আটক করার পর থেকে দীঘার সমস্ত হোটেলগুলোকে সতর্ক করে দিয়েছে পুলিশ।
পরিচয়পত্রের তথ্য যাচাই না করে কোন পর্যটককে আর হোটেলে থাকতে দেওয়া যাবে না। এবার থেকে দিঘার হোটেলে থাকতে হলে পর্যটকদের যাবতীয় কাগজপত্র হোটেল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এরপর হোটেল কর্তৃপক্ষ সেই সমস্ত নথি পোর্টালে আপলোড করবে। আর এই সমস্ত তথ্য যাচাই করার জন্য জেলায় সরকারিভাবে অতিথি পোর্টাল চালু করা হয়েছে।
এদিকে গত শনিবার দীঘা থানার ভারপ্রাপ্ত অধিকারী অভিজিৎ পাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল দীঘার বিভিন্ন হোটেলে গিয়ে অভিযান চালিয়েছে। সেখানে দেখা হয়েছে কিভাবে পর্যটকদের তথ্য নথিভুক্ত হচ্ছে? কিভাবে সেই তথ্য যাচাই করা হচ্ছে? সমস্ত কিছু। এই প্রসঙ্গে নিউ দিঘার একটি হোটেলের ম্যানেজার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে পুলিশ নির্ধারিত অ্যাপের মাধ্যমে আধার কার্ডে বারকোড স্ক্যান করে পর্যটকদের পরিচয় পত্র সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে। এরপরই পর্যটকদের হোটেলে থাকার ঘর দেওয়া হবে. যদি কোন পর্যটক দেওয়া কোনো তথ্য কোন রকমের গরমিল থাকে, তাহলে তাকে হোটেলে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে সেই বিষয়টি থানাতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।