Before Sonamoni Saha and Honey Bafna Gourab Sandipta was selected for Subho Bibaho Serial

সোনামনি-হানি নয় ‘শুভ বিবাহ’তে দেখা যেত অন্য জুটিকে! জানেন কারা ছিলেন প্রথম পছন্দ?

নিউজশর্ট ডেস্কঃ সম্প্রতি ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। আর প্রথম সপ্তাহেই দর্শকদের মন জিতে নিয়েছে ধারাবাহিকটি। এর প্রমাণ মিলেছে এই সপ্তাহের টিআরপি তালিকাতেও। সেরা দশের মধ্যে সপ্তমস্থানে রয়েছে সোনামনি সাহা ও হানি বাফনার (Sonamoni Saha & Honey Bafna) কাহিনী। যেটা বর্তমানে হুটপাট শেষ হওয়া মেগার মাঝে যথেষ্ট ভালো।

এর আগে ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে ছিলেন সোনামনি। যেটা শেষ হওয়ার পর দর্শকেরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন গল্পে ফিরবেন নায়িকা! অন্যদিকে হানি বাফানাকেও বেশ কিছুদিন পর্দায় দেখা যায়নি। এবার নতুন মেগা শুরু থেকেই সুধা-তেজ জুটি মন কাড়তে শুরু করেছে।

তবে জানলে অবাক হবে ‘সুধা’ চরিত্রের জন্য অন্য আরেক অভিনেত্রীকে প্রথমে সিলেক্ট করা হয়েছিল! তিনিও বহুদিন ছোটপর্দা থেকে দূরে আছেন, কামব্যাক করতেন ‘শুভ বিবাহ’ এর সাথেই। কিন্তু কোনো এক বিশেষ কারণে সেটা আর হয়ে ওঠেনি। কার কাছে গিয়েছিল প্রথম প্রস্তাব?

Subho Bibaho Serial Sonamoni Saha and Honey Bafna

আরও পড়ুনঃ ওপার বাংলার গো-মাংস রান্না! ‘মাথায় আসেনি এটা হতে পারে!’ চোখে জল নিয়ে ক্ষমা চাইলেন সুদীপা

প্রথমে সন্দীপ্তা সেনের কাছেই গিয়েছিল ‘সুধা’ চরিত্রের অফার। কিন্তু কাজের ইচ্ছা থাকলেও ডেট নিয়ে সমস্যার কারণে ফাইনাল হয়ে ওঠেনি। কারণ সেই সময় ‘নষ্টনীড় সিজেন ২’ এর শুটিং শুরু হওয়ার কথা থাকায় ডেট ম্যানেজ করা যায়নি। তবে শুধু নায়িকা নয় নায়কের চরিত্রেও প্রথম পছন্দ ছিল অন্যকেউ।

Gourab Chatterjee and Sandipta Sen

শুরুতে ‘গাঁটছড়া’ খ্যাত গৌরব চট্টোপাধ্যায়কে বাছা হলেও তাকে নেওয়া যায়নি। কারণ ষ্টার জলসারই আরেক মেগা ‘তেঁতুলপাতা’ এর জন্য তাকে সিলেক্ট করে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এর আগে ‘দূর্গা’ সিরিয়ালে একসাথে জুটি বেঁধেছিলেন গৌরব ও সন্দীপ্তা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X