পার্থ মান্নাঃ দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে ভারতীয় রেল। বন্দে ভারতের মত প্রিমিয়াম সেমি হাইস্পীড ট্রেন যেমন চালু হয়েছে তেমনি নতুন রেলপথও শুরু হয়েছে। এমনকি বুলেট ট্রেন তৈরির জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। কতটা এগোলো কাজ? কবে থেকে ট্র্যাকে ছুটবে বুলেট ট্রেন? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের প্রতিবেদনেই।
ভারতেই তৈরি হবে বুলেট ট্রেন
বুলেট ট্রেন মানেই প্রথমে মাথায় আসে জাপানের কথা। তবে জানলে খুশি হবেন, বিদেশ থেকে আমদানি করে নয় বরং দেশেই বুলেট ট্রেন তৈরী করতে চাইছে সরকার। ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) কে নতুন বুলেট ট্রেন তৈররি দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুটি হাইস্পীড ট্রেনের ডিজাইন ও তৈরির জন্য ৮৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা
ভারতে তৈরী বুলেট ট্রেনের মধ্যে সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। প্রতিটি কোচেই এয়ারকন্ডিশন, রোটেটিং সিট, এন্টারটেনমেন্ট সিস্টেম থাকবে। একইসাথে বিদেশী ট্রেনের ধাঁচেই কোচ ডিজাইন করা হবে। এতে ভবিষ্যতে প্রয়োজন হলে ট্রেন আমদানি করে ব্যবহার করা যাবে।
একটা কোচ তৈরিতেই খরচ ২৭.৮৬ কোটি
BEML এর তরফ থেকে ট্রেনটির সম্পর্ক বলতে গিয়ে জানায় হয়েছে মোট ৮টি কোচ থাকবে বুলেট ট্রেনে। যার এক একটি কোচ তৈরির জন্য প্রায় ২৭.৮৬ কোটি টাকা খরচ হবে। সব মিলিয়ে একটি ট্রেনের জন্য ৮৬৬.৮৭ কোটি টাকা খরচ হবে আন্দাজ কর হয়েছে।
কবে ভারতে চলবে প্রথম বুলেট ট্রেন?
জানা যাচ্ছে ২০২৬ সালের শেষের দিকে বুলেট ট্রেন তৈরী হয়ে যাবে। এরপর ট্রায়াল রান করা হবে। সেটা সফল হলেই ভারতের মাটিতে ২৮০ কিমি বেগে বুলেট ট্রেন ছুটবে। প্রাথমিকভাবে মুম্বাই-আমেদাবাদ রুটে বুলেট ট্রেন চালানো হবে। এই লাইনে ট্রেনের গড় গতিবেন হবে ২৫০ কিমি প্রতি ঘন্টা। এর ফলে প্রায় ৫২৩ কিমি পথ যাত্রার সময় অনেকটাই কমে যাবে। প্রসঙ্গত, বুলেট ট্রেনের পাশাপাশি ১০টি বন্দে ভারত ট্রেন তৈরির দায়িত্বও রয়েছে BEML এর কাছে।