Indian Railways

Papiya Paul

Indian Railways: অবিবাহিত মেয়েদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে ভারতীয় রেল! কি সুবিধা জানেন?

নিউজশর্ট ডেস্ক: ভারতের পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে রেল(Indian Railways) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় প্রত্যেকদিন কোটি কোটি মানুষ এই রেলপথে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করেন। খুব কম খরচে এবং কম সময়ে যাত্রীদের নিরাপদ ভাবে পৌঁছে দিতে পারে এই রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হয় যাতে যাত্রীরা আরামদায়কভাবে রেল সফর করতে পারেন।

   

তবে আপনি কি জানেন ভারতীয় রেলে মহিলাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রয়েছে। অবিবাহিত মহিলা থেকে শুরু করে বয়স্ক মহিলা প্রত্যেকের জন্যই ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

আজকের এই প্রতিবেদনে মহিলাদের জন্য বিশেষ করে যে সুযোগ-সুবিধা রয়েছে। সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো।

Indian Railways

আরও পড়ুন:

১) ভারতীয় রেলে লোকাল ট্রেনগুলোতে মহিলাদের জন্য আলাদা কামরা থাকে। এছাড়া মহিলাদের জন্য ট্রেনে প্রত্যেকটি কোচই কিছু আসন সংরক্ষিত থাকে।

২) অবিবাহিত মহিলারা যখন ট্রেনের রিজার্ভেশনের টিকিট কাটেন তখন তাদেরকে এমন বগিতে দেওয়া হয় যেখানে পুরুষ যাত্রীর সংখ্যা অত বেশি থাকে না। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতের রেলের তরফ থেকে এ বিষয়টিকে খতিয়ে দেখে তারপর টিকিটের রিজার্ভেশন করা হয়।

৩) ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ৫৮ বছরের বেশি মহিলা ট্রেনের টিকিট বুক করলে টিকিট মূল্যের ওপর তিনি ৫০% ছাড় পেয়ে থাকেন।

৪) আর টিকিট বুক করার ক্ষেত্রে কোন মহিলা যদি কোন ভুল করে থাকেন বা বেশি টিকিট বুক করে ফেলেন। তাহলে টিকিট কালেক্টরর সঙ্গে কথা বলে তা পরিবর্তন করে দেওয়া হয়।।