Arijit

বরোদাকে উড়িয়ে দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করল বাংলা

এইদিন বিজয় হাজারে ট্রফিতে বরোদার মুখোমুখি হয়েছিল বাংলা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বরোদার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে বাংলা। ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি বাংলা। শুরুতেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার শ্রীবৎস গোস্বামী।

   

তবে অভিষেকের 90 বলে 62, কাইফ আহমেদের 93 বলে 67 এবং শেষের দিকে ঋত্বিক চৌধুরীর 36 বলে 48 রানের দ্রুতগতির ইনিংসে ভর করে 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 230 রানের সম্মানজনক স্কোরে পৌঁছায় সুদীপ চ্যাটার্জির বাংলা। বারোদার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন অতীত শেঠ।

বাংলার 230 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই শূন্য রানে শাশ্বত রাওয়াত প্যাভিলিয়নে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় বরোদা। তবে সেই চাপ সামলে দেন কেদার দেবধর ও পি এ কুমার। তবে বাংলার মতোই ধীরে ধীরে উইকেট হারিয়ে রানের গতি একেবারেই কমে যায় বরোদার। 203 রানেই শেষ হয়ে যায় বরোদার ইনিংস এবং 27 রানে ম্যাচ জিতে নেয় বাংলা।
বাংলার হয়ে আকাশদীপ তিন, মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায় ও শাহবাজ আহমেদ দু’টি করে উইকেট নেন। অভিষেক ম্যাচে গীত পুরি কোনো উইকেট পাননি।