নিউজ শর্ট ডেস্ক: সাধারণত প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারেই আসে বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। কিন্তু এই সপ্তাহে দোলের ছুটি থাকার কারণে একটু দেরিতেই প্রকাশ্যে এল গত ২৮ শে এপ্রিলের টিআরপি। তবে টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই মাথায় হাত দর্শকদের।
বিশেষ করে মন ভালো নেই জগদ্ধাত্রী সিরিয়ালের ভক্তদের। কারণ গত দুই সপ্তাহের পর এই সপ্তাহেও আরও একবার বেঙ্গল টাপারের সিংহাসন হাতছাড়া হলো জগদ্ধাত্রীর। এই সপ্তাহেও এই ধারাবাহিক প্রথম স্থান থেকে নেমেই সোজা চলে এসেছে একেবারে তৃতীয় স্থানে। আর এই সপ্তাহেও টিআরপি তালিকার একেবারে শুরুতেই রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’র নাম।
এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে মোট ৮.৪ পয়েন্ট। আর তারপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই চ্যানেলেরই আরও একটি সুপারহিট ধারাবাহিক নিম ফুলের মধু। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৮.২ পয়েন্ট। তবে এই সপ্তাহে সবাইকে চমকে দিয়ে ৭.৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী।
তবে শুধু জগধাত্রী নয়, এই সপ্তাহে টিআরপি তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে আরো একটি সিরিয়াল। সেটি হল স্টার জলসার গীতা এলএলবি। হ্যাঁ এতদিন এই সিরিয়ালটি পাকাপাকিভাবে চতুর্থ স্থান দখল করলেও, এই সপ্তাহে এক ধাপ উপরে উঠে এসেছে এই সিরিয়ালটি।
আরও পড়ুন: বাতাসের উষ্ণতা অনুভব করেই দৃষ্টি-শক্তিহীন অষ্টমী বাঁচাবে নায়ককে, প্রকাশ্যে নতুন প্রোমো
তারপরেই অবশ্য চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যায়। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। তারপরেই ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার কথা। অন্যদিকে এই সপ্তাহে অনুরাগের ছোয়া ৬.৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
প্রথম – ফুলকি ৮.৪
দ্বিতীয় – নিম ফুলের মধু ৮.২
তৃতীয় – জগদ্ধাত্রী, গীতা LLB ৭.৮
চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে ৭.২
পঞ্চম – কথা ৭.০
ষষ্ঠ – অনুরাগের ছোয়া ৬.৭
সপ্তম – কার কাছে কই মনের কথা ৬
অষ্টম – তোমাদের রাণী ৫. ৮
নবম – জল থই থই ভালোবাসা ৫.৭
দশম – বধূয়া ৫.৫