নিউজশর্ট ডেস্কঃ অভিনেতা হিসাবে দেবরাজ মুখার্জী (Debraj Mukherjee) সকলেরই চেনা। একাধিক বাংলা সিরিয়ালে (Bengali Serial) তাঁর দুর্দান্ত অভিনয় মন জিতেছে সকলের। যদিও নায়ক নয় খল চরিত্রেই বেশিরভাগ দেখা গিয়েছে তাকে। তবে নেগেটিভ কি চরিত্রে সবার প্রিয় হওয়াটা কিন্তু মোটেই সহজ নয়, সেটাই করে দেখিয়েছেন তিনি। কিভাবে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল? কি কি অভিজ্ঞতা হয়েছে? সবটা নিজেই খোলসা করলেন অভিনেতা নিজেই।
ইন্ডাস্ট্রির অনেকের মত দেবরাজ মুখার্জীর শুরুটাও সহজ হয়নি। বাবা ছিলেন শিক্ষক, এমনকি পরিবারের সকলেই উচ্চশিক্ষিত। বাবা চাইতেন ছেলে CA এর পড়াশোনা করুক। কিন্তু ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার বা বলা ভালো সংস্কৃতিক জগতে আসার। অবশ্য খেলাধুলায় বেশ ভালো ছিলেন তিনি। পরবর্তীকালে নিজের লম্বা আর সুঠাম চেহারার দৌলতে মডেলিংয়ের সুযোগ আসে। ক্যালকাটা টাইমসের পাতায় ছাপা হয়েছিল মডেলিংয়ের ছবি।
দেবরাজ মুখার্জীর অভিনয় যাত্রার শুরু
এরপর হটাৎ করেই অভিনয়ের সুযোগ আসে। অরিন্দম গাঙ্গুলি ও খেয়ালি দস্তিদারের সাথে পরিচয় হওয়ার পর তাদের থেকে অনুপ্রাণিত হয়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন। এরপর মুম্বাইয়ের অ্যাকটিং স্কুলে চলে যান শেখার জন্য। তারপর ২০০৬ সালে কলকাতায় ফেরার পর অরিন্দম গাঙ্গুলির সাথেই এক মেগা সিরিয়ালে কাজের শুরু। সেই ছিল প্রথম ধারাবাহিকের কাজ তারপর এক এক করে অনেক কাজ করেছেন তিনি। জানলে অবাক হবেন ‘মিঠাই’ ছিল অভিনেতার ৯৮তম মেগা সিরিয়াল।
আরও পড়ুনঃ ‘হাসি ছাড়া কিছুই আসছে না…’, স্লটলিডার হয়েও বন্ধ মেগা, চ্যানেলকে কটাক্ষ অপরাজিতার!
দেবরাজ মুখার্জী অভিনীত সুপারহিট সিরিয়াল
পূর্বে তোমায় আমায় মিলে, সোহাগী সিঁদুর, মহাপীঠ তারাপীঠ, সাঁঝের বাতি, কাছে আয় সই, মনসা, গোয়েন্দা গিন্নি, বকুল কথা, জয় জগন্নাথ এর মত একাধিক সুপারহিট সিরিয়ালে কাজ করেছেন অভিনেতা। তবে যদি অভিনয়ের শুরুটা ছিল ‘পুলিশ ফাইলস’ দিয়েই। ধারাবাহিকের পাশাপাশি একাধিক সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। ‘ভাঁড়’ (দ্য ক্লাউন) শর্ট ফিল্মটির জন্য ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন দেবরাজ মুখার্জী।
বাংলা ধারাবাহিকে অভিনয়ের গুরুত্ব কমছে
নিজের দীর্ঘ কাজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দেব্রজবাবু জানান, ‘যাত্রাটা হয়তো সহজ ছিল না ঠিকই। তবে বান্ধবীর মত একটা স্ত্রী পেয়েছিলাম। অনেকটা স্ট্রাগল করেছি আমরা। বিয়ের পর কাজের সুবিধার জন্য উত্তর কলকাতায় একটা বাড়িতে থাকতেন তিনি। সেই সময় বাড়িতে খাবার অর্ডার করে পরে হাতে টাকা এলে পয়সা মেটাতেন’। এছাড়াও তিনি অভিনয়ের সম্পর্কে বলেন, ‘আগে ডিরেক্টররা হাতে ধরে অভিনয় শেখাতেন, এখন সেটা হয় না। সময় অনেক কম, তাই ধরে শেখায় না কেউ। বর্তমানে শেখার জায়গাটা কমে গেছে, জাস্ট অভিনয় করতে হয়। আমার মনে হয় অভিনয়ের গুরুত্বটা সিরিয়ালে অনেক কমে গেছে’।
অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা স্ক্রিপ্ট দেখে বলে দেওয়াটাই অভিনয় নয়। সেটা কেন বলছি জানতে হবে, সেই সময়টা এখন পাওয়া যায় না। সেটা আমাদেরকেই সময় বের করতে হবে। সেই জন্য মাথা ঠান্ডা রাখা, পরিষ্কার রাখাটা খুবা জরুরি অভিনয় লাইনে থাকার জন্য।