নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিনেমার (Bengali Cinema) সেই ভয়ানক ভিলেনকে মনে আছে নিশ্চই? গুন্ডা গোছের চেহারা, নীলচে ধূসর চোখ, দাঁত চিবিয়ে বলা গা জ্বালানো ডায়লগ। নব্বইয়ের দশকে দর্শকদের ত্রাস ছিলেন পর্দার এই খলনায়ক। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়ের (Sumit Ganguly) কথাই বলছি। একসময় সব ছবিতেই তাঁর দেখা মিলত, কিন্তু এখন কেন দেখতে পাওয়া যায় না তাঁকে?
আসলে টেলিভিশন হোক বা সিনেমা কিছু চরিত্র দর্শকদের মনে দাগ কেটে যায়। যে কারণে তাদের চিরকাল মনে থেকে যায়।এমনই এখন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। কিন্তু বর্তমানে কোথায় আছেন তিনি? কোনো সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করছেন? এমন নানা প্রশ্ন উঠছে নেটিজেনদের মনে। আজ সেই খোঁজই দেব আপনাদের এই প্রতিবেদনে।
অভিনয়ের জগতে এসে প্রথম কাজের সুযোগ মিলেছিল খলচরিত্রে। প্রথম ছবিতে নজর কাড়ে তাঁর অভিনয়। তাছাড়া তিনি নিজেও মনে করেন তাঁর চেহারা অনুযায়ী ভিলেনের চরিত্রেই তাকে মানায়। তারপর প্রতিটা ছবিতেই দেখা গিয়েছিল তাঁকে। বাংলা সিনেমা একপ্রকার অসম্পূর্ণ ছিল তাঁকে ছাড়া।
আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডারের অতীত, আসছে গণেশ ভান্ডার! ভাইরাল ছবিকে ঘিরে জোর জল্পনা নেটপাড়ায়
এক সাক্ষাৎকারে সুমিত বাবু জানান, স্রোতে হাঁটতে-হাঁটতে আমি ভিলেন হয়ে গেছি। আসলে আমি ভিলেন হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি। ভেবেছিলাম যে চরিত্র পাব সেটাই করব। কিন্তু লোকে আমায় ভিলেন হিসেবেই ভালোবাসা উজাড় করে দিয়েছে। আমিও তাতেই ধন্য হয়েছি’। তবে এখন কোথায় আছেন তিনি? কি কাজ করছেন?
সম্প্রতি বাংলাদেশের মিডিয়া ‘সময় টিভি’তে দেখা গিয়েছে অভিনেতাকে। সেখানে সাক্ষাৎকারে অতীতের স্মৃতি ঘেঁটে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমায় দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন বাবা-মায়েরা। খুব ভয় পেত ছোট্র আমায়। ‘কেঁচো খুঁড়তে কেউটে’ ছবিতে ভিলেন চরিত্র ত্রাস ছিল ছোট ছেলেমেদের কাছে। ঠিক সময় খাওয়া, ঘুমানো থেকে পড়তে বসা অনেক কিছুই হয়েছে আমার ভয়ে। আমি গর্বিত যে এভাবে ভয় দেখিয়ে ৮-৯ কোটি বাচ্চাকে মানুষ করেছি, যারা এখন অনেক বড় হয়ে গেছে’।
যদিও দীর্ঘ কেরিয়ারে ভালো চরিত্র বা সংলাপ বলতে না পাড়ার আক্ষেপ যে রয়ে গিয়েছে সেটাও জানিয়েছেন তিনি। অভিনেতার মতে, ‘এখনও একটা ভালো ডায়লগ পেলাম না আমি। মনের মত একটা চরিত্র পেলাম না’। তবে দর্শকদের সুখবর রয়েছে, দেবের আসন্ন ছবি ‘খাদান’ এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুমিত গঙ্গোপাধ্যায়।