নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশন(Bengali Serial) জগতে পরিচিত মুখ দীপান্বিতা রক্ষিত(Dipannita Rakshit)। ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। তার ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপ এখনো সবার মুখে মুখে। তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর ডান্স ড্যান্স জুনিয়র সিজন ২-তে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী। এরপর তাকে ‘তুতে’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়।
যদিও এই ধারাবাহিকের টিআরপি রেজাল্ট ভালো না থাকার জন্য খুব কম সময়ের মধ্যে এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়। এরপর আর নতুন কোন ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যায়নি। আর এর ফলে বেজায় মন খারাপ হয়েছে দীপান্বিতার ভক্তদের। তবে এবার আর মন খারাপ করার কোন কারণ নেই। সকলের জন্য রয়েছে সুখবর। নতুন ভাবে এবার সকলের সামনে ধরা দেবেন সকলের প্রিয় খুকু।
ভক্তিমূলক ধারাবাহিকে এবার দেখা যেতে চলেছে দীপান্বিতাকে। এবার দেবী শীতলার ভূমিকায় সকলের সামনে আসবেন তিনি। সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকের গল্পে বিরাট পরিবর্তন আসছে। এই গল্পে ১২ বছর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই ছোট শীতলা বড় হয়ে উঠছে। এতদিন ছোট শীতলার ভূমিকায় অভিনয় করেছিলেন শুভশ্রী চক্রবর্তী। এবার বড় শীতলার ভূমিকায় দেখা যাবে দীপান্বিতাকে।
এই সিরিয়ালের গল্প অনুসারে বড় শীতলা যে মানবী রূপে এসেছে গ্রামবাসী তা জানে না। এই গ্রামে শিবের পুজো করা হয়। এরপর ধীরে ধীরে মহামায়া শীতলার আরাধনা শুরু করে। কিন্তু গ্রামবাসীরা এর তীব্র বিরোধিতা করে। তবে পরবর্তীকালে গ্রামবাসীরা নানারকমের অলৌকিকতা দেখতে পান। গ্রামের একটি ছোট বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছিল শীতলা। এবার একেবারে অন্য ধারার গল্প নিয়ে ধারাবাহিক এগিয়ে যাবে।
অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন যে এই প্রথম তিনি কোন মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করছেন। শীতলাকে দেবী হিসেবেই জানেন। কিন্তু মা শীতলাকে নিয়ে তেমন কোন পৌরাণিক গল্প তার জানা নেই। তাই তাকে পরিচালকের ওপর অনেকটাই নির্ভর করতে হবে। তিনি আরো বলেছেন যে এই ধরনের চরিত্র পেলে তিনি পালিয়ে যেতেন। তার কারণ ওতো সাজগোজ তার একদম ভালো লাগেনা। কিন্তু এই চরিত্র করতে তিনি রাজি হলেন কারণ শীতলাকে এখানে মানবী রূপে দেখা যাবে। অত সাজগোজের বহর থাকবে না। তিনি আশা করছেন প্রতিদিন কাজ করতে করতে পুরোটা সামলে নিতে পারবেন।