Bengali Serial

Papiya Paul

Bengali Serial: অর্ণবের সঙ্গে ফের বিচ্ছেদ? এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে রোম্যান্সে মত্ত ইপ্সিতা!

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার(Bengali Serial) অন্যতম জনপ্রিয় জুটি ইপ্সিতা মুখোপাধ্যায়(Ipshita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায়(Arnab Banerjee)। এই দুজনের প্রেম পর্ব নিয়ে বহুদিন আগে থেকেই চর্চা চলছে। বহুদিন আগেই তারা আইনি বিয়ে সেরে ফেলেছেন। যদিও এরপর মাঝে আলাদা হওয়ার খবর শোনা গেলেও আবার দুজনের সম্পর্কে রয়েছেন বলে জানা গিয়েছে।

   

তবে এবার সম্প্রতি ইপ্সিতা তার সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে অন্য আরেকজন পুরুষের সঙ্গে প্রেমের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, এই ছবি পোস্ট করা মাত্রই তার রীতিমত ভাইরাল। অনেকেই মনে করছেন তাহলে কি ইপ্সিতার সঙ্গে অর্ণবের সম্পর্ক ভাঙলো?

আসলে অভিনেত্রীর এই ছবিতে তার সঙ্গে রয়েছেন অভিনেতা দেবোত্তম মজুমদার। এই মুহূর্তে ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে ইপ্সিতার বিপরীতে রয়েছেন এই অভিনেতা। তাদের চরিত্রের নাম কোকো ও টিটো। দর্শকদের অনুমান তাহলে কি সিরিয়াল করতে গিয়েই টিটোর প্রেমে পড়ে গিয়েছেন কোকো? এরকম নানা প্রশ্ন নিয়ে কমেন্ট বক্স ভরে গিয়েছে ইপ্সিতার পোস্ট।

আরও পড়ুন: Bengali Serial: এবার হুড়মুড়িয়ে বাড়বে TRP, নতুন সিরিয়ালে ফিরছেন ‘গাঁটছড়া’র এই জনপ্রিয় অভিনেত্রী!

প্রসঙ্গত, এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা করে নিয়েছে জল থই থ ভালোবাসা। এই সিরিয়ালের কোকো এবং টিটো জুটিকেও বেশ পছন্দ করেছেন দর্শকেরা। পর্দার পাশাপাশি এবার বাস্তব জীবনেও রোমান্টিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোই কলমা মহব্বত কা দোহরাতে ফরিস্তে হ্যায়।’

এরপর অন্য আরেকটি ছবিতে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘তব নামে মম প্রেম মুরলী, পরাণের গোঠে বাজে।’ এত সুন্দর প্রেমের ক্যাপশন দেওয়ার পরে সকলের মনে হয়েছিল অর্ণবের সঙ্গে তাহলে ফের বিচ্ছেদ হয়ে গিয়েছে ইপ্সিতার? আসলে এমন কোন ঘটনা ঘটেনি। তাদের দুজনের সম্পর্ক বেশ মজবুত রয়েছে। এই ছবি সিরিয়ালের প্রচার ছাড়া অন্য কিছু নয়।

রও পড়ুন: Ahona Dutta: প্রেমিকের মধ্যে খুঁজে পান মা-কে! ভালোবাসার মানুষকে নিয়ে অকপট ‘মিশকা’ অহনা

সিরিয়ালের প্রচারের জন্য এই দেবোত্তমের সঙ্গে বেশি বেশি ছবি পোস্ট করছেন ইপ্সিতা। তাই এই সমস্ত ছবি পোস্ট করার পর অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের আরো ভালোবাসা দিন। অবশ্যই দেখুন আমাদের সিরিয়াল জল থই থই ভালোবাসা।’ প্রসঙ্গত, ইপ্সিতা যেমন অর্ণবের সঙ্গে একটি সুসম্পর্কে রয়েছেন। ঠিক তেমনি দেবোত্তম বিবাহিত এবং এক সন্তানের বাবা।