Bengali Serial

Bengali Serial: দক্ষ অভিনেত্রী, তবুও জুটেছে পার্শ্ব চরিত্র, ‘পিলু’র কামব্যাক দেখে মন খারাপ ভক্তদের

নিউজশর্ট ডেস্কঃ নাচে তিনি দুর্দান্ত। অভিনয়টা ও খুব একটা মন্দ করেন না। আর তাই তো রিয়ালিটি শো-এর হাত ধরে ছোট পর্দায় ডেবিউ করেছিলেন বাংলা টেলিভিশনের(Bengali Serial) জনপ্রিয় মুখ মেঘা দা(Megha Daw)। জি বাংলার(Zee Bangla) ‘পিলু'(Pilu) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। এমনকি একসময় টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক দুর্দান্ত রেজাল্ট করে।

তবে বিগত এক বছর আগে এই সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। কিন্তু পিলু ওরফে অভিনেত্রী মেঘাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। বারবার তার কামব্যাকের খবর নিয়ে গুঞ্জন উঠলেও তাকে কোন সিরিয়ালে দেখতে পাননি ভক্তরা। দর্শকদের প্রিয় পিলু কবে ছোটপর্দায় ফিরছেন এটা জানার জন্য মুখিয়ে ছিলেন সকলে। অবশেষে দর্শকদের এই প্রতীক্ষার অবসান ঘটেছে। ছোট পর্দায় কামব্যাক করেছেন পিলু।

তবে এবার জি বাংলা ছেড়ে স্টার জলসায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যদিও এবারে আর মুখ্য চরিত্র নয়, বরং জুটেছে পার্শ্বচরিত্র। স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। যেখানে তাকে মাণ্ডবী চরিত্রে দেখা গিয়েছে। খুব সম্ভবত এই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। শাড়ি ছেড়ে এবার তিনি সুপার হট্লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by MEGHA DAW (@megha_daw_official)

আরও পড়ুন: Bengali Serial: বাস্তব জীবনে বন্ধুত্ব অটুট, পঞ্চমী-চিত্রাকে একফ্রেমে দেখে খুশি অনুরাগীরা

তবে সকলের প্রিয় অভিনেত্রীকে হঠাৎ করে এভাবে দেখে কেউ কেউ যেমন খুশি হয়েছেন। তেমনি অনেক দর্শকই ক্ষোভ উগরে দিয়েছেন। নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখেও মন খারাপ হয়েছে অনেকে। এই মুহূর্তে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া একাউন্টে নানা রকমের মন্তব্য জুটেছে। কেউ কেউ লিখেছেন, ‘কেন আপনি পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন?’ কেউ আবার লিখেছেন, ‘আপনি মুখ্য চরিত্রে অভিনয় করারই যোগ্য।’ অনেকেরই মনে হয়েছে ‘কথা’ সিরিয়ালে সুস্মিতা দের চরিত্রটি মেঘাকে দেওয়া উচিত ছিল। এত কিছু দেখেও অভিনেত্রী কোন রকমের মন্তব্য করেননি।

Papiya Paul

X