নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের অত্যন্ত দাপুটে একজন অভিনেতা হলেন কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty)। দীর্ঘদিনের অভিনয় জীবনের পজিটিভ থেকে নেগেটিভ আবার কখনো কমেডি সমস্ত প্রায় সমস্ত ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সম্প্রতি জি বাংলার (Zee Bangla) ‘অষ্টমী’ (Ashtami) ধারাবাহিকে খোলা চুলে, এক মাথা সিঁদুর আর পরনে লাল শাড়ি-গয়না পরে আদ্যোপান্ত একজন মহিলার বেশে তাঁর নতুন লুক দেখে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে দর্শকমহলে।
ইতিপূর্বে বেহুলা, কুসুমদোলা,মেঘবালিকা,অন্দরমহল,নেতাজী, মিঠাই,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ইত্যাদি বহু বাংলা মেগা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজের জগতেও বেশ নামডাক রয়েছে তাঁর। পর্দায় দর্শক তাঁকে কখনও গুরু-গম্ভীর দাপুটে খলনায়কের চরিত্রে আবার কখনও আদর্শ বাবা হিসেবে দেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তাঁর যখন ৩০ বছর বয়স ছিল তখনই নাকি তিনি ষাট-সত্তর বছর বয়সের এক চরিত্রে অভিনয় করেছিলেন। তাই এখন এই বয়সে এসে নতুন করে কোনো চ্যালেঞ্জ নিতেই আর ভয় পান না তিনি।
আসলে বরাবরই এই অভিনেতার মুখের সাথে গম্ভীর চরিত্রই বেশি ভালো মানায়। মূলত এই নিজের মুখের এই গাম্ভীর্যের জন্যই তিনি বারবার নজর কেড়েছেন দর্শকদের। তবে ছোট পর্দার এই সফল অভিনেতা আজ পর্যন্ত সেভাবে পা রাখেননি বড় পর্দায়। কিন্তু কেন? সম্প্রতি অভিনেতার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি কোন লবি করেন না তাই হয়তো বড় পর্দায় ডাক পাননি তিনি।
আরও পড়ুন: বয়সকে বুড়ো আঙ্গুল! ৬ বছরের বড় রূপাঞ্জনাকে বিয়ে, হানিমুনে ছেলেকেও সঙ্গে নেবেন রাতুল
এছাড়াও অভিনয় জগতে এখনকার তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও মুখ খুলে ছিলেন অভিনেতা। তাঁর মতে এখনকার দিনে ইন্সটাগ্রামের ফলোয়ার্স সংখ্যা দেখেই অনেকেই সুযোগ পাচ্ছেন নতুন প্রজেক্টে। ফলে সেই সমস্ত প্রজেক্টে তার সঙ্গে সাফার করছে গোটা টিম। মূলত এই সমস্ত চরিত্ররা হয়তো একটা প্রজেক্টে কাজ করেই পর্দা থেকে গায়েব হয়ে যান। কিন্তু তার জন্য বাকি শিল্পীদের তার ফল ভুগতে হয়।