নিউজশর্ট ডেস্কঃ এখন বাংলা সিরিয়ালের(Bengali Serial) স্থায়িত্ব নিয়ে দর্শকদের মধ্যেও সংশয় থাকে। এর কারণ হলো যে সিরিয়ালের টিআরপি(TRP) কম থাকে সেই সিরিয়াল মাত্র কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেন নির্মাতারা। আবার কোন কোন সিরিয়ালে টাইম স্লটের পরিবর্তন করা হয়। এছাড়া এখন আবার কোনো কোনো সিরিয়ালে টিআরপি তুলতে নায়ক-নায়িকার পরিবর্তন করা হয়।
কিছুদিন আগেই স্টার জলসার(Star Jalsa) ‘লাভ বিয়ে আজকাল'(Love Biye Aajkal) ধারাবাহিকের নায়িকা মৌমিতা সরকারকে বদলে ফেলা হয়েছে। তার জায়গায় শ্রাবণ চরিত্রে এসেছে নতুন অভিনেত্রী তৃণা সাহা। এরপরেই সকলের মনে একটাই প্রশ্ন আশঙ্কা কেন এই পরিবর্তন হলো? টিআরপি তোলার জন্যই কি নায়িকার চরিত্রের পরিবর্তন করা হয়েছে?
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, মৌমিতা নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। সময় করে তাকে নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। তাই তার পক্ষে ১৪ ঘণ্টা শুটিং করা অসম্ভব। সম্প্রতি এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে মৌমিতার সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও তিনি ফোন তোলেননি। তার মা জানিয়েছেন মৌমিতার শরীর ভালো নেই। সারাক্ষণ ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। এই অসুস্থতার জন্যই তিনি সিরিয়াল ছেড়েছেন।
অন্যদিকে ফের বাংলা সিরিয়ালে তৃণা সাহাকে দেখে উচ্ছসিত হয়েছেন তার ভক্তরা। বেশ কিছু মাস আগেই শেষ হয়েছে তার সিরিয়াল ‘বালিঝড়’, যদিও মাত্র দু’মাসের মধ্যেই এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়। টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি তার এই ধারাবাহিক। তবে সে যাই হোক তৃণাকে আবার ছোটপর্দায় দেখতে পেয়ে খুব খুশি হয়েছেন তার অনুরাগীরা। যদিও এবার সকলের মনে প্রশ্ন তার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যকে আবার কবে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন?