জমে উঠেছে স্টার জলসা-জি বাংলার টক্কর, ডিসেম্বরেই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল!

নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে স্টার জলসার(Star Jalsa) পর্দায় একটার পর একটা নতুন সিরিয়াল(Bengali Serial) আসছে। আর নতুন সিরিয়ালকে জায়গা দিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে পুরনো সিরিয়াল। এই মুহূর্তে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক স্টার জলসার আপকামিং সিরিয়ালের লিস্টে দাঁড়িয়ে রয়েছে। যার মধ্যে কথা এবং চিনি এই সিরিয়ালগুলোর প্রমো প্রকাশ্যে এসেছে।

নতুন সিরিয়াল আসা মানেই পুরনো কোন সিরিয়াল বন্ধ হতে হয়। আর এবার প্রশ্ন হচ্ছে এই নতুন সিরিয়ালগুলোর জন্য কোন সিরিয়ালগুলো আবার বন্ধ হবে। যদিও স্টার জলসার নতুন সিরিয়াল ‘কথা’র স্লট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৫ই ডিসেম্বর থেকে সোম থেকে রবিবার প্রত্যেকদিন সন্ধে ৭ টার সময় দেখা যাবে কথা। এই জায়গায় আগে দেখা যেত তুঁতে। আর এবার ১৫ ই ডিসেম্বর থেকে রাত সাড়ে ১০ টার সময় দেখা যাবে তুঁতে।

যদিও এখনো স্টার জলসার চিনি এবং জি বাংলার কোন গোপনে মন বসেছে স্লট এখনো ঘোষণা করা হয়নি। যদিও স্টুডিও পাড়া সূত্রে খবর, এই দুটি সিরিয়ালের জন্য শীঘ্রই বন্ধ হবে আরো দুটো জনপ্রিয় সিরিয়াল। আর নতুন সিরিয়ালের জন্য যে দুটো প্রাইম স্লটের সিরিয়ালের বন্ধ হবে সেটাও বোঝা যাচ্ছে। আর এই বন্ধের তালিকায় রয়েছে আপাতত সন্ধ্যাতারা এবং তুমি আশে পাশে থাকলে।

আরও পড়ুন: এবার বাড়বে TRP! অর্জুনের মা আসলে লাবণ্যর হারিয়ে যাওয়া বোন, ফাঁস হাইভোল্টেজ পর্ব

সন্ধ্যাতারা জি বাংলার ফুলকির বিপরীতে প্রত্যেক সপ্তাহে স্লট হারাচ্ছে। কোনভাবেই ফুলকিকে পরাজিত করতে পারছে না সন্ধ্যাতারা। বেশ কয়েক সপ্তাহ ধরে শুরু হলেও তুমি আশে পাশে থাকলে কিছুতেই নিম ফুলের মধুকে টক্কর দিতে পারছে না। আর এখন সন্ধ্যে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সমস্ত স্লট জিতে নিয়েছে জি বাংলা। আর এই মুহূর্তে নতুন সিরিয়াল দিয়ে প্রাইম টাইমকে টক্কর দিতে চাইছে স্টার জলসা।

Bengali Serial

যদিও এই মুহূর্তে চিনি এবং কোন গোপনে মন ভেসেছে প্রমো যেভাবে সম্প্রচার করা হচ্ছে। তাতে খুব শীঘ্রই যে স্লট ঘোষণা করা হবে সেটাও বোঝা যাচ্ছে। দর্শকরা অনুমান করছেন যে ডিসেম্বরের মধ্যেই এই নতুন সিরিয়াল সম্প্রচার শুরু হয়ে যেতে পারে। আবার এই দুটো সিরিয়াল দুটো চ্যানেলে একই সময়ে শুরু হতে পারে বলে মনে করছেন দর্শকদের একাংশ।

Papiya Paul

X